জয়সূচক গোলের পরে ক্লেইটন সিলভা। ছবি-টুইটার।
পরিবর্ত হিসেবে নামা ক্লেইটন সিলভার গোলে ওডিশাকে ১-২ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। ৭৯ মিনিটে তিনি গোলটি করেন। তার আগে পর্যন্ত দু'দলের খেলার ফলাফল ছিল ১-১।
এই ম্যাচ জিতে বেঙ্গালুরু এখন পয়েন্ট তালিকায় তিন নম্বরে। একটি ম্যাচও তারা হারেনি। অন্য দিকে ৬ ম্যাচ পরেও জয়ের মুখ দেখল না ওডিশা। তাদের পয়েন্ট মাত্র ১।
হরমনজ্যোত খাবরার সেন্টার থেকে হেডে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। খেলার বয়স তখন ৩৮ মিনিট। ওডিশা ম্যাচে সমতা ফিরিয়ে আনে ৭১ মিনিটে।
আরও পড়ুন: মারাদোনাকে দাহ করা যাবে না, দেহ সংরক্ষণ করতে হবে, জানাল আদালত
স্টিভেন টেলর গোলটি করেন ওডিশার হয়ে। এর ঠিক ৮ মিনিট পরেই ক্লেইটন সিলভার জয়সূচক গোল। এই গোল হজম করার পরে ওডিশা আর ঘুরে দাঁড়াতে পারেনি।