—ফাইল চিত্র
পর পর দুই ম্যাচে জয় আসেনি। তার চেয়েও চিন্তার, মাঝমাঠে এটিকে-মোহনবাগান প্রথম তিন ম্যাচে যে সৃষ্টিশীলতা দেখিয়েছিল, জাভি হার্নান্দেস চোটের কারণে দলের বাইরে থাকায় সেই দাপট থাকছে না। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হওয়ার পরে যা স্বীকার করেছেন স্বয়ং এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসও।
পাশাপাশি, দলের আর এক স্পেনীয় ফুটবলার তিরিও চোট পেয়ে বাইরে। বুধবার প্রীতম কোটালদের প্রতিপক্ষ এফসি গোয়া। শনি ও রবিবার অনুশীলনে ছুটি দিয়েছিলেন এটিকে-মোহনবাগান কোচ। ফুটবলারদের ক্লান্তি এড়াতেই এই সিদ্ধান্ত হাবাসের। আজ, সোমবার থেকে প্রস্তুতি শুরু করবেন তিনি।
সবুজ-মেরুন শিবির সূত্রে খবর, পরের ম্যাচে তিরি ফিরতে পারেন। কিন্তু জাভিকে এখনই পাচ্ছে না সবুজ-মেরুন শিবির। স্পেনীয় এই মিডফিল্ডারের অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট লেগেছে (গ্রেড টু টিয়ার)। তাঁর সুস্থ হতে আরও দু’সপ্তাহ লাগবে। ফলে গোয়া ম্যাচ ছাড়াও, সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি (২১ ডিসেম্বর) এবং চেন্নাইয়িন এফসি (২৯ ডিসেম্বর) ম্যাচেও জাভির খেলার সম্ভাবনা নেই। ফলে চিন্তা বেড়েছে হাবাসের।