ISL 2020

অভিনব ক্যামেরায় মহড়া চলল লাল-হলুদে

মাটি থেকে ৩১ ফুট উঁচুতে থাকা এই ক্যামেরা সব চেয়ে বেশি ব্যবহৃত হয় আমেরিকান ফুটবলে।

Advertisement

শুভজিৎ মজুমদার

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ০২:২২
Share:

প্রস্তুতি: বিশেষ ক্যামেরা নিয়ে ফাওলার। টুইটার

আইএসএলের প্রথম ডার্বিতে আবেগ নিয়ন্ত্রণে রেখে মস্তিষ্ক ব্যবহারের মন্ত্রই শুধু ফুটবলারদের দেননি রবি ফাওলার। প্রস্তুতিতে যাতে ন্যূনতম ফাঁকও না থাকে তার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যও নিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ। ইতিমধ্যেই আমেরিকা থেকে বিশেষ ক্যামেরা ‘হাই-পড’ আনিয়েছেন তিনি। যার মাধ্যমে ফুটবলারদের পারফরম্যান্সের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অতি সহজেই করা যায়।

Advertisement

মাটি থেকে ৩১ ফুট উঁচুতে থাকা এই ক্যামেরা সব চেয়ে বেশি ব্যবহৃত হয় আমেরিকান ফুটবলে। শক্তিশালী টেলিস্কোপিক লেন্সের মাধ্যমে মাঠের সব অংশে খেলোয়াড়দের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হয়। পরে তা বিশ্লেষণ করে কার কোথায় ভুলত্রুটি হচ্ছে তা চিহ্নিত করা হয়। মঙ্গলবার সকালেই অ্যান্টনি পিলকিংটন, জা মাগোমাদের অনুশীলনের পুরোটাই রেকর্ড করা হয়েছে। হোটেলে ফিরেই সহকারী কোচ অ্যান্টনি গ্র্যান্ট, ভিডিয়ো অ্যানালিস্ট জোসেফ ওয়ালমসলি, গোলকিপার কোচ রবার্ট মাইমস, সেট-পিস কোচ টেরেন্স ম্যাক ফিলিপস ও ক্রীড়া বিজ্ঞানী জ্যাক ইনমানের সঙ্গে ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে বসে পড়েন ফাওলার।

লাল-হলুদ অন্দরমহলের খবর, আক্রমণাত্মক ফুটবলই পছন্দ ফাওলারের। আইএসএলের প্রথম ম্যাচ ডার্বি হলেও পরিকল্পনা বদলাতে আগ্রহী নন লিভারপুল কিংবদন্তি। এই কারণেই এ দিন বার বার দেখেছেন স্ট্রাইকার ও আক্রমণাত্মক মিডফিল্ডারদের পারফরম্যান্স। নোটবুকে লিখে রেখেছেন কার কোথায় উন্নতি দরকার। ডার্বির আগে দু’দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবারের অনুশীলনেই যাবতীয় ভুলভ্রান্তি শুধরে নিতে চান তিনি।

Advertisement

ডার্বির জন্য জেজে লালপেখলুয়া, বলবন্ত সিংহদের উদ্বুদ্ধ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ইপিএল খেলা দুই তারকা পিলকিংটন, ড্যানি ফক্স-ও। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে আয়ারল্যান্ড জাতীয় দলের আক্রমণাত্মক মিডফিল্ডার পিলকিংটন কয়েক দিন আগেই বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা তিনি ভাগ করে নিতে চান ভারতীয় ফুটবলারদের সঙ্গে। মঙ্গলবার সকালে গোয়ায় অনুশীলনে সেই দৃশ্যই বার বার দেখা গিয়েছে। মঙ্গলবার অনুশীলনের ফাঁকে ইউজেনসন লিংডো, মহম্মদ রফিক-সহ ভারতীয় ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন লাল-হলুদের বিদেশি তারকারা। এই ধরনের উত্তেজক ম্যাচে কী ভাবে স্নায়ুর চাপ কাটাতে হয়, ত নিয়েই আলোচনা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement