টানা তিন ম্যাচ হারের ধাক্কায় চিন্তিত লাল-হলুদ দল। ছবি: পিটিআই।
হোটেলের ঘরে সহকারীদের সঙ্গে এটিকে-মোহনবাগান বনাম জামশেদপুর এফসি-র ম্যাচ দেখেছেন। তার নিরিখেই পরবর্তী ম্যাচের অঙ্ক সাজাচ্ছেন এসসি ইস্টবেঙ্গলের সেই কোচ রবি ফাওলার। বৃহস্পতিবার লাল-হলুদ দল তাদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে যে জামশেদপুর এ্রফসির-র বিরুদ্ধেই। সোমবারেই যারা হারিয়েছে এটিকে-মোহনবাগানকে।
টানা তিন ম্যাচ হারের ধাক্কায় সোমবার থেকেই শুরু হয়েছে মনোবিদ নিকোলা ম্যাকালিয়গের ক্লাস। ফুটবলারদের নতুন ভাবে উদ্বুদ্ধ করে জামশেদপুর ম্যাচের জন্য মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টা করছেন তিনি। তবে মনোবিদের ক্লাস করার পরেও মাঠে নেমে ভাল ফুটবল খেলতে হবে, সেটাও ভুলে গেলে চলবে না।
মঙ্গলবার সকালে ঘণ্টা দেড়েক অনুশীলন হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। জানা গেল, ফাওলার জামশেদপুর কোচ আওয়েন কয়েলের শেষ ম্যাচের রণনীতি বিশ্লেষণ করেছেন ফুটবলারদের সামনে। রক্ষণে ড্যানি ফক্স না থাকায় ফাওলার ভরসা রাখছেন শেহনাজ সিংহের উপরেই। এসসি ইস্টবেঙ্গলের অনুশীলনে সব চেয়ে বেশি জোর দেওয়া হয়, বিপক্ষের কর্নার, ফ্রি-কিক বিপন্মুক্ত করার রক্ষণাত্মক অনুশীলনে। পাশাপাশি, ফাওলারের নোটবুকে উঠেছে জামশেদপুরের দুই সাইডব্যাক ওভারল্যাপে গিয়ে নামতে সময় নেন। ফলে বিপক্ষ রক্ষণে যে ফাঁকা জায়গা তৈরি হয়, তা কাজে লাগানোর জন্যও একপ্রস্ত মহড়া দিয়ে রেখেছেন সি কে বিনীত, জেজে লালপেখলুয়া ও জা মাগোমা-রা। ম্যাচ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সারা হবে বুধবারের অনুশীলনে। জোর দেওয়া হয়েছে, জ্যাকিচন্দ সিংহদের গোল লক্ষ্য করে ভাসিয়ে দেওয়া বিষাক্ত ক্রস বন্ধ করার দিকেও। ফুটবলারদের বলে দেওয়া হয়েছে, লাল-হলুদ রক্ষণ ও মাঝমাঠের মধ্যে যে দূরত্ব মাঝেমাঝেই তৈরি হচ্ছে, তা যেন জামশেদপুরের বিরুদ্ধে বন্ধ করতেই হবে। কারণ, আইতর মনরয়, নেরিউস ভাল্সকিসরা এই জায়গা কাজে লাগিয়েই গোলের দরজা খুলে ফেলেন। বিপক্ষের বিদেশিদের কড়া নজরে রাখতে ফাওলার দলে কিছু পরিবর্তন করতে পারেন বলে খবর। রক্ষণ আঁটসাঁট করতে তৈরি রাখা হচ্ছে অ্যারন জোশুয়া আমাদিকে।
তিলক ময়দানে বৃহস্পতিবারের ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। জা মাগোমা বলেছেন, ‘‘ভাল শুরু করেও নর্থ ইস্টের বিরুদ্ধে জয় আসেনি। গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছি আমরা। রেফারিদের ভুল হতে পারে। আশা করি, সেই ভুলগুলো শুধরে নেবেন তাঁরা।’’ যোগ করেছেন, ‘‘প্রথম তিন ম্যাচ অতীত। আপাতত জামশেদপুর ম্যাচ নিয়েই মনোনিবেশ করছি আমরা।’’