ISL 2020

আত্মতুষ্ট নন রয় কৃষ্ণরা, চেন্নাইয়িনকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চান হাবাস

মঙ্গলবার আইএসএলে এটিকে-মোহনবাগানের সামনে চেন্নাইয়িন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৯:৩৬
Share:

প্রস্তুতিতে মগ্ন রয় কৃষ্ণ। ছবি-সোশ্যাল মিডিয়া থেকে।

এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে মেঘের উপর দিয়ে হাঁটছে আন্তোনিয়ো লোপেজ হাবাসের এটিকে-মোহনবাগান।

Advertisement

মঙ্গলবার আইএসএলে এটিকে-মোহনবাগানের সামনে চেন্নাইয়িন। ম্যাচের বল গড়ানোর আগে হাবাসের দল প্রয়োজনীয় বিশ্রাম পেয়ে গিয়েছে। আর এর ফলে তাঁর দলের ফুটবলাররা এখন আগের থেকে অনেকটাই তরতাজা। চোট আঘাত অনেকেই কাটিয়ে উঠেছেন। জাভি হার্নান্দেজ খেলার মতো জায়গায় রয়েছেন। পর পর ম্যাচ এবং ফুটবলারদের চোট-আঘাত নিয়ে হাবাসের অভিযোগও শোনা গেল না চেন্নাইয়িন ম্যাচের আগে।

এই চেন্নাইয়িন শিবির ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-২ গোলে খেলা শেষ করেছে। অন্য দিকে গোয়া, বেঙ্গলুরুর মতো দুই শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফুটছে এটিকে-মোহনবাগান। রয় কৃষ্ণরা কি আত্মতুষ্ট? হাবাস বলছেন, ‘‘আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। ভাল লাগছে এটা দেখে যে, টিম উন্নতি করছে।’’

Advertisement

গতবার চেন্নাইয়িনকে মাটি ধরিয়েই ট্রফি ঘরে তুলেছিলেন হাবাস। এ বার আবার সেই চেন্নাইয়িন? তবে কি এগিয়ে থেকেই মাঠে নামছে এটিকে-মোহনবাগান ব্রিগেড? ধুরন্ধর স্পেনীয় কোচ মানতে চান না। তিনি বলেন, ‘‘আগের বারের টুর্নামেন্টের সঙ্গে এ বারের কোনও মিলই নেই। আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই।’’

আরও পড়ুন: বার্সায় ফের অনিশ্চয়তার কথা জানালেন মেসি, ভবিষ্যতে আমেরিকায় খেলার ইঙ্গিত

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস। মেগা টুর্নামেন্টের সবকটি দলকেই দেখেছেন রয় কৃষ্ণর প্রিয় বন্ধু। মঙ্গলবারের প্রতিপক্ষ চেন্নাইয়িন প্রসঙ্গে উইলিয়ামস বলছেন, ‘‘প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা নিজেদের গেমপ্ল্যান অনুযায়ী খেলব।’’

বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রেসিং ফুটবল এবং আক্রমণাত্মক খেলে ম্যাচ বের করে এনেছিল এটিকে-মোহনবাগান। একই স্ট্র্যাটেজিতে চেন্নাইয়িনের বিরুদ্ধে খেলবেন কিনা, সে ব্যাপারে কিছু বলেননি উইলিয়ামস। চোট সারিয়ে ফেরার পরে তাঁর গোল খিদে যে বেড়েছে, তা পরিষ্কার করে দিয়েছেন উইলিয়ামস। তিনি বলেছেন, ‘‘আক্রমণ ভাগের প্লেয়াররা গোল করতেই চায়। আমিও চাই গোল করতে।’’

এই চেন্নাইয়িন শিবিরকেই ২ গোল দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। সেই ম্যাচ দেখে চেন্নাই সম্পর্কে কী ধারণা করছেন হাবাস ও উইলিয়ামস? গুরু ও শিষ্য অবশ্য ইস্টবেঙ্গল-চেন্নাইয়িন ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন। সেই ম্যাচের ফলাফল তাঁদের প্রভাবিতও করছে না। নিজেদের গেম প্ল্যান অনুযায়ী খেলতে চান হাবাস। উইলিয়ামসের গলাতেও একই সুর। চেন্নাইয়িনকে হারিয়ে নতুন বছরের আগে নিজেদের আরও ভাল জায়গায় নিয়ে যাওয়াই লক্ষ্য হাবাসের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement