ATK Mohun Bagan

ডার্বি জিতেই এসসি ইস্টবেঙ্গলকে খোঁচা হাবাসের

আমি শুধু নিজের দল নিয়ে ভাবতে চাই। অন্য দল নিয়ে বেশি বলতে চাই না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৩
Share:

আন্তনিয়ো লোপেজ হাবাস ছবি টুইটার

আইএসএলের দ্বিতীয় ডার্বিতেও ৩-১ ব্যবধানে অনায়াস জয়। এসসি ইস্টবেঙ্গলের করা গোলটি আত্মঘাতী। এসেছে টিরির মাথা ছুঁয়ে। ঠিক সেই কারণেই ম্যাচ শেষে এটিকে মোহনবাগান কোচ আন্তনিয়ো লোপেজ হাবাস বিপক্ষকে খোঁচা দিয়ে বললেন, ‘‘ম্যাচের চারটে গোলই তো আমাদের।’’ বিপক্ষের ব্যাপারে কিছু বলতে না চাইলেও হাবাস মনে করেন, প্রথম পর্বের ম্যাচের তুলনায় ‘কিছুটা’ উন্নতি করেছে ইস্টবেঙ্গল। তিনি বলেন, ‘‘আমি শুধু নিজের দল নিয়ে ভাবতে চাই। অন্য দল নিয়ে বেশি বলতে চাই না। তবে এসসি ইস্টবেঙ্গল আগের তুলনায় কিছুটা উন্নতি করেছে।’’

Advertisement

ডার্বি ম্যাচের আগে আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন হয় না ফুটবলারদের, এমনটাই মনে করেন এটিকে মোহনবাগান কোচ। তিনি বলেন, ‘‘অনুপ্রেরণা দেওয়ার দরকার পড়েনি। তবে এই ম্যাচে আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরী। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও তিন পয়েন্টের লক্ষ্যে নেমেছিলাম আমরা। সেই লক্ষ্যেই ম্যাচে নিয়ন্ত্রণ রেখেছি আমরা। চাপ দিয়েছি প্রতিপক্ষকে।’’

এই ম্যাচে আলাদা কোনও রণকৌশল নিয়ে দল নামাননি হাবাস। তিনি বলেন, ‘‘প্রত্যেক ম্যাচের মতোই আমরা ৩-৪-৩ ছকেই দল সাজিয়েছিলাম। তবে আমরা দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিট ভাল ফুটবল খেলিনি।’’ রয় কৃষ্ণর ওপর খুব বেশি নির্ভর করছে দল, এমনটা মানতে নারাজ হাবাস। তিনি বলেন, ‘‘শুধু রয় গোল করছে এমনটা নয়, ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকহিউরাও প্রয়োজনে গোল করতে পারে।’’

Advertisement

এই ম্যাচে জয়ের জন্য সমর্থকদের অভিনন্দন জানালেন সবুজ মেরুন কোচ। তিনি বলেন, ‘‘আমরা এখানে একা আছি ঠিকই, তবে মেরিনার্সরা অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন। করোনা পরিস্থিতির কারণে সমর্থকরা আসতে না পারলেও আমাদের সমর্থন করছেন। ওঁদের অনেক ধন্যবাদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement