কৃ্ষ্ণময় কলকাতা ডার্বি। ছবি আইএসএল টুইটার
খেলা শেষ। আইএসএলের দ্বিতীয় পর্বের ডার্বিও জিতে নিলে এটিকে মোহনবাগান। ৩-১ ব্যবধানে এসসি ইস্টবেঙ্গলকে পরাজিত করল তারা।
গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল। দুরন্ত গোল করলেন হাভি। ডান দিকে কর্নারের কাছ থেকে হালকা বল ভাসিয়েছিলেন কৃষ্ণ। সজোরে হেডে বল জালে জড়ালেন হাভি।
৮৬ মিনিট। বল নিয়ে দারুণ এগিয়েছিলেন ব্রাইট। কিন্তু বল বেশিক্ষণ পায়ে রাখার সেই পুরনো ভুলে গোল শোধ হল না।
৮৩ মিনিট। শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানকে চাপে রাখার চেষ্টা করছে এসসি ইস্টবেঙ্গল। সার্থকের হেড বাইরে গেল।
৭৮ মিনিট। প্রচণ্ড পরিশ্রম করে খেলছেন কৃষ্ণ। দ্বিতীয় গোলের পিছনেও সরাসরি তাঁর পাস।
গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল। আবার জঘন্য ডিফেন্ডিং এসসি ইস্টবেঙ্গলের। সুব্রত বল সামনে পাস বাড়িয়েছিলেন। ডিফেন্ডাররা নিজেদের মধ্যে পাস খেলতে পারলেন না। কৃষ্ণ বল কেড়ে নিয়েছিলেন। পাস করেন ডেভিড উইলিয়ামসকে। তিনি গোল করে গেলেন।
৬৯ মিনিট। ল্যান্ডিংয়ে পা ঘুরে পড়ে গিয়েছিলেন ব্রাইট। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালেন।
৬৬ মিনিট। মার্সেলিনহো উঠে গেলেন। এলেন হাভি।
৬২ মিনিট। ফাউল করে হলুদ কার্ড দেখলেন পিলকিংটন।
৫৫ মিনিট। দু’দলই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এসসি ইস্টবেঙ্গলের মাঝমাঠে সৌরভ দাসকে একটু নড়বড়ে দেখাচ্ছে। কোনও দলই এখনও পরিবর্তন করেনি।
বিরতির পর খেলা শুরু। ডেভিড উইলিয়ামস মাটি ঘেঁষা শট নিয়েছিলেন। তবে তা গোলের বাইরে।
বিরতি। ১-১। আচমকাই ফতোরদায় নেমেছে বৃষ্টি। তার মাঝেই ম্যাচের বিরতির বাঁশি বাজালেন রেফারি।
৪৩ মিনিট। আবার লম্বা থ্রো করেছিলেন রাজু। কিন্তু এ বার বল ক্লিয়ার হয়ে গেল।
গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ল। খেলার বিপরীতে গিয়ে সমতা ফেরাল এসসি ইস্টবেঙ্গল। রাজুর লম্বা থ্রো বক্সে পড়ে। তিরি ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দিলেন।
৪০ মিনিট। আবার এগিয়ে যেতে পারত এটিকে মোহনবাগান। ডানদিকে ফাঁকায় দৌড়ে জোরালো শট বাইরে গেল।
৩৫ মিনিট। কার্যত সব বিভাগেই লাল-হলুদকে টেক্কা দিচ্ছে সবুজ-মেরুন। পিলকিংটন, মাঘোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।
৩০ মিনিট। ম্য়াচের রাশ এখনও এটিকে মোহনবাগানের কাছেই। মাঝে মাঝেই লাল-হলুদ গোলের সামনে চলে আসছে তারা। উল্টোদিকে ব্রাইট, স্টেনম্যানরা সে ভাবে সুযোগ পাচ্ছেন না।
গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল। এগিয়ে গেল এটিকে মোহনবাগান। গোল করলেন সেই রয় কৃষ্ণ। ভীষণ ভীষণ বাজে ডিফেন্ডিং এসসি ইস্টবেঙ্গলের। মোহনবাগান বক্স থেকে লম্বা ভাসানো বলে তাড়া করে সহজেই গোল করলেন কৃষ্ণ।
এ ভাবেই সুব্রতকে মাটি ধরালেন কৃষ্ণ। ছবি: আইএসএল টুইটার
১৩ মিনিট। ব্রাইট একাই দৌড়ে এটিকে মোহনবাগান বক্সে পৌঁছে গিয়েছিলেন। তবে গোল হয়নি। ফিরতি কর্নার থেকেও সুযোগ নষ্ট লাল-হলুদের।
১০ মিনিট। সৌরভের শট অনেক উপর দিয়ে বাইরে গেল।
অল্পের জন্য সুযোগ নষ্ট। দুরন্ত খেলছে এটিকে মোহনবাগান। বাঁ দিক থেকে শুভাশিসের ভাসানো বল মনবীর পায়ে ঠেকাতে পারলেন না।
৬ মিনিট। বলের নিয়ন্ত্রণ এটিকে মোহনবাগানের পায়ে। বল ঘোরাফেরা করছে মাঝমাঠে।
৩ মিনিট। প্রথম থেকেই আক্রমণ করছে এটিকে মোহনবাগান। মনবীর এবং কৃষ্ণ গোলের কাছে চলে এসেছিলেন।
খেলা শুরু। চলতি বছরই কলকাতা ডার্বির একশো বছর। ঐতিহাসিক মূহূর্ত নিঃসন্দেহে।
আরও একবার সেই ঐতিহাসিক দিন উপস্থিত। কলকাতা তথা দেশের সেরা ফুটবল ম্যাচ, কলকাতার ডার্বি শুরু হতে বাকি আর কিছুক্ষণ। প্রথম পর্বে ০-২ ব্যবধানে হারার পর এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডকে হারানোর লক্ষ্যে নামছে লাল-হলুদ।
দ্বিতীয় পর্বের ম্যাচের আগে দু’দলের অবস্থান দুই মেরুতে। শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিতলে লিগ তালিকার শীর্ষস্থান আরও মজবুত করে নিতে পারবে তারা। অন্যদিকে, এসসি ইস্টবেঙ্গল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই ম্যাচ তাদের কাছে সম্মানরক্ষার লড়াই।
গত ম্যাচের দলে কোনও পরিবর্তন করল না দুই দলই। এসসি ইস্টবেঙ্গলের গোলে দেবজিৎ মজুমদার নয়, থাকছেন সুব্রত পালই। মাঝমাঠে সার্থক গোলুই এবং সৌরভ দাস থাকছেন। আক্রমণে অ্যান্টনি পিলকিংটনের সঙ্গী থাকছেন ব্রাইট এনোবাখারে।
অন্যদিকে, মার্সেলিনহো, রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস তিনজনেই থাকছেন। ডিফেন্সে সন্দেশ ঝিঙ্ঘন এবং তিরি এবং মাঝমাঠে কার্ল ম্যাকহিউকে রাখলেন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস।