দুর্ভেদ্য: আসাধারণ গোলরক্ষা করে নায়ক শুভাশিস। আইএসএল
গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরী ও স্ট্রাইকার ম্যাক্সিমিলিয়ানো বারেইরো যুগলবন্দিতে ফের লিগ টেবলের শীর্ষে নর্থইস্ট ইউনাইটেড এফসি। এক জন গোলপোস্টের নীচে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন। আর এক জন পরিবর্ত হিসেবে নেমে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে গোল করে দলকে জেতালেন।
আইএসএলে এই মরসুমে দুরন্ত ছন্দে শুভাশিস। বঙ্গ গোলরক্ষকের হাতেই প্রথম ম্যাচে শেষ হয়ে গিয়েছিল সুনীল ছেত্রীদের জয়ের স্বপ্ন। বুধবার হায়দরাবাদের জয়ের পথেও কাঁটা ছড়িয়ে দিলেন শুভাশিস।
অভিষেকের আইএসএলে শুরুটা একেবারেই ভাল হয়নি হায়দরাবাদের। প্রথম ম্যাচে এটিকের বিরুদ্ধে ০-৫ হার। দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১-৩ হার। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় নিজ়ামের শহরের দল। ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে ২-১ হারান আদিল খানেরা। বুধবারও ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন তাঁরা। ম্যাচের পাঁচ মিনিটে মার্সেলো পেরেইরার শট দুর্দান্ত ভাবে বাঁচান শুভাশিস। এক মিনিট পরে গোলের সুযোগ নষ্ট করেন মার্কো স্তাঙ্কোভিচ। ১৬ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন নর্থইস্টের মার্টিন চাভেস। ৪০ মিনিটে মার্কোর শট গোলে শরীর শূন্যে ভাসিয়ে বাঁচান শুভাশিস।
জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন নর্থইস্টের ক্রোয়েশীয় কোচ রবার্ট জার্নি। মিডফিল্ডার নিখিল কদমের জায়গায় নামান ৩৪ বছর বয়সি আর্জেন্টিনীয় স্ট্রাইকার ম্যাক্সিমিলিয়ানোকে। আর মিসলাভ কোমোরস্কির পরিবর্তে নামান ওয়েন ভাজ়কে। তবে চোট পাওয়ায় ৫১ মিনিটে দলের প্রধান অস্ত্র আসামোয়া গিয়ানকে তুলে নিতে বাধ্য হন তিনি। তাঁর জায়গায় নামেন মিডফিল্ডার পানাইয়োতিস ত্রিয়াদিস। ৮৪ মিনিটে নর্থইস্ট অধিনায়ক জোসে লিউদোর শট পেনাল্টি বক্সের মধ্যে হাতে লাগে হায়দরাবাদ ডিফেন্ডার শঙ্কর সামপিনগিরাজের। পেনাল্টি থেকে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো। এই ম্যাচে জয়ের ফলে চার ম্যাচ আট পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষ স্থান পুনরুদ্ধার করল বলিউড তারকা জন আব্রাহামের দল।