রোনাল্ডোহীন রিয়ালকে জিতিয়ে নায়ক ইস্কো

ইস্কোর দুরন্ত জোড়া গোলে লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। রুদ্ধশ্বাস ম্যাচে স্পোর্টিং খিখন-কে তারা হারাল ৩-২ গোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০৩:৩৬
Share:

নায়ক: মার্সেলোর অভিনন্দন ইস্কোকে। শনিবার। রয়টার্স

ইস্কোর দুরন্ত জোড়া গোলে লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। রুদ্ধশ্বাস ম্যাচে স্পোর্টিং খিখন-কে তারা হারাল ৩-২ গোলে। প্রধান প্রতিপক্ষ বার্সেলোনার থেকে এখন ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়াল। এবং, বিরাট অঘটন না ঘটলে তারাই লা লিগা জেতার ব্যাপারে ফেভারিট এখন।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রিয়াল মানছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। সেই বড় ম্যাচের কথা ভেবে শনিবার তারা বিশ্রাম দেয় তিন প্রধান তারকাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল এবং করিম বেঞ্জেমা, কেউ খেলেননি এ দিন। বিবিসি-কে ছাড়া নেমে কঠিল লড়াইয়ের মধ্যে পড়তে হলেও শেষ পর্যন্ত নতুন নায়ক পেয়ে গেল রিয়াল মাদ্রিদ। আর সেই নতুন নায়কের নাম ইস্কো। ফুটবল দুনিয়ায় যিনি অনেক দিন ধরেই প্রতিশ্রুতিমান বলে পরিচিত। তবে বড় তারকাদের অনুপস্থিতিতে এ ভাবে রিয়ালকে আগে কখনও জেতাতে পারেননি সুদর্শন ইস্কো।

ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও ফিরে আসে রিয়াল। তার পর শেষের দিকে এসে ৯০তম মিনিটেই ইস্কোর নিচু শটে গোল তাদের জয় এনে দেয়। ১৪ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় স্পোর্টিং। মিকেল ভেসগার সেন্টার থেকে গোল করেন দুজে কপ। তিন মিনিটের মধ্যে গোল শোধ দেন ইস্কো। হাফটাইমের পর ভেসগা ফের এগিয়ে দেন স্পোর্টিংকে। আলভারো মোরাতা হেডে গোল করে সমতা ফেরান। এর পর শেষ মিনিটে গোল করে জেতান ইস্কো।

Advertisement

আরও পড়ুন: বারপুজোর সেই জৌলুস কোথায়

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। প্রথম লেগে রোনাল্ডোর জোড়া গোলে ২-১ জিতেছে রিয়াল। দ্বিতীয় লেগে যে বায়ার্ন মরিয়া ঝাঁপাবে, জানেন জিনেদিন জিদান। সেই কারণে তাঁর প্রথম দলকে তরতাজা রাখবেন বলে চ্যাম্পিয়ন্স লিগের টিম থেকে ন’টি পরিবর্তন করেন এ দিন। গোলকিরাপ কেলর নাভাস, রোনাল্ডো, বেঞ্জেমা এবং বেলের নাম রিজার্ভেও রাখেননি জিদান। এর মধ্যে চোট পাওয়া বেলের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কোনও রকম ঝুঁকি তাই নিতে চাননি জিদান।

প্রশ্ন হচ্ছে, সুযোগ পেয়ে জিজুর সমস্যা কি বাড়িয়ে তুললেন ইস্কো? চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই নেমেছেন ইস্কো। তিনি কোনও ভাবেই চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচের জন্য ভাবনায় ছিলেন না। কিন্তু শনিবার যে ভাবে তিনি রিয়ালকে জয়ের মুখ দেখালেন, তার পর তাঁকে পুরোপুরি অস্বীকার করাও কঠিন হতে পারে জিদানের পক্ষে। ৩১ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়াল যে হট ফেভারিট হয়ে গেল লা লিগা জেতার দৌড়ে, তার প্রধান কারণ হয়ে থাকলেন ইস্কোই।

তবে শেষ পর্যন্ত লা লিগা খেতাব ফয়সালা হবে এল ক্লাসিকোয়। রিয়াল বনাম বার্সেলোনা— ধুন্ধুমার সেই ম্যাচ আগামী রবিবার। তার আগে জিদান-রোনাল্ডোদের পরের পীরক্ষা বের্নাবাউতে মঙ্গলবার। ঘরের মাঠে ২-১ এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠা নিশ্চিত করতে পারে কি না, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement