Virat Kohli

ইংল্যান্ড সিরিজে গড় ২৮.৬৬, কোহলী কি সত্যিই ছন্দে নেই? পরিসংখ্যান কী বলছে?

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে কোহলী দু’বার ০ রানে আউট হয়েছেন। এই নিয়ে দু’বার একই সিরিজে জোড়া ০ রান করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১১:৩২
Share:

ছন্দে নেই কোহলী? ছবি: পিটিআই

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বিরাট কোহলী ৮ বলে ০ রান করে আউট হয়ে যাওয়ার পর নেটমাধ্যম আবার তার অন্যতম প্রিয় বিষয় নিয়ে সরব হয়েছে। ভারত অধিনায়কের ফর্ম।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে কোহলী দু’বার ০ রানে আউট হয়েছেন। এই নিয়ে দু’বার একই সিরিজে জোড়া ০ রান করলেন তিনি। এই পরিসংখ্যান সামনে আসার পর আরও বেশি করে আলোচনায় চলে এসেছে কোহলীর রান না পাওয়া।

টেস্টে কোহলীর শেষ শতরান বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯-এর নভেম্বরে দিন-রাতের ম্যাচে। তবে তারপর থেকে তিনি মাত্র ৭টি টেস্ট খেলেছেন। কিন্তু নেটমাধ্যমের কাছে কোহলীর পরিপ্রেক্ষিতে এই সময়টা অনেক বেশি। একদিনের ম্যাচেও কোহলীর শেষ শতরান ২০১৯ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোহলীর সর্বোচ্চ রান ৭২। মোট ৬টি ইনিংসে ২৮.৬৬ গড়ে ১৭২ রান করেছেন তিনি।

Advertisement

তবে কি কোহলী ছন্দে নেই? মোট ৯১টি টেস্ট খেলা কোহলীর শেষ ৫০টি টেস্টের পরিসংখ্যান দেখা যাক। এই শেষ ৫০টি টেস্টকে ২৫টি করে দুটি ভাগে ভাগ করে বিশ্লেষণ করলেই বিষয়টি স্পষ্ট হতে পারে।

পরিসংখ্যানে বিরাট কোহলী। গ্রাফিক: শৌভিক দেবনাথ

টেস্ট (৪২ – ৬৬) ২৫ টেস্ট

২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জানুয়ারি। এই দেড় বছরে কোহলীকে খেলতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে), নিউজিল্যান্ড (হোম), ইংল্যান্ড (হোম), বাংলাদেশ (হোম), অস্ট্রেলিয়া (হোম), শ্রীলঙ্কা (হোম, অ্যাওয়ে), দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে) সিরিজে। এই ২৫টি টেস্টে ৭১.১১ গড়ে কোহলীর রান ২৫৬০। শতরান ১০টি। রয়েছে ৬টি দ্বিশতরানের ইনিংস।

টেস্ট (৬৭ – ৯১) শেষ ২৫ টেস্ট

২০১৮-র অগস্ট থেকে শেষ ২৫টি টেস্টে কোহলীকে খেলতে হয়েছে ইংল্যান্ড (হোম, অ্যাওয়ে), ওয়েস্ট ইন্ডিজ (হোম, অ্যাওয়ে), অস্ট্রেলিয়া (অ্যাওয়ে ২ বার), দক্ষিণ আফ্রিকা (হোম), বাংলাদেশ (হোম), নিউজিল্যান্ড (অ্যাওয়ে) সিরিজ। এই ২৫টি টেস্টে কোহলীর রান আগের ২৫টির থেকে ৬২৪ কম। শেষ ২৫টি টেস্টে কোহলীর রান ১৯৩৬। গড় ৪৯.৬৪। শতরান ৬টি। দ্বিশতরান ১টি।

অর্থাৎ শেষ ২৫টি টেস্টে কোহলীর গড়, রান, শতরান, দ্বিশতরান সবই কমেছে উল্লেখযোগ্য ভাবে।

এর মধ্যে শেষ ১০টি ইনিংসে কোহলীর রান ২৬৭, গড় ২৬.৭০। শতরান নেই। এটা অবশ্যই কোহলীর মানের নয়।

তবে কোহলীর ৯১টি টেস্টকে তিন ভাগে ভাগ করলে অন্তত শতরান, দ্বিশতরান এবং অর্ধশতরানের নিরিখে পরিসংখ্যানটা একটু অন্যরকম হবে।

টেস্ট ১ – ৩০: শতরান ৮, অর্ধশতরান ৯

টেস্ট ৩১ – ৬০: শতরান ৯, অর্ধশতরান ৫, দ্বিশতরান ৪

টেস্ট ৬১ – ৯১: শতরান ১০, অর্ধশতরান ১১, দ্বিশতরান ৩

প্রতি ক্ষেত্রেই শতরান, অর্ধশতরানের সংখ্যা বেড়েছে। দ্বিশতরানও এসেছে পরের দিকেই। তাহলে কি কোহলী সত্যিই ছন্দে নেই?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement