Sanju Samson

বিপক্ষ অধিনায়ককেও শুভেচ্ছা বার্তা পাঠালেন বিরাট, রোহিত, ধোনি

গত মরসুমে লিগ তালিকায় একেবারে শেষে ছিল রাজস্থান। তবে এবার আর তেমনটা হবে না বলেই জানালেন রাজস্থান অধিনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৮:১৯
Share:

সঞ্জু স্যামসন ছবি টুইটার

রাজস্থান র‍য়্যালসের অধিনায়ক নির্বাচিত হওয়ার খবর পেয়েই উচ্ছ্বসিত হয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা হওয়ার পর বিরাট কোহলী, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার পাঠানো শুভেচ্ছাবার্তা তাঁকে মানসিক ভাবে উদ্দীপ্ত করেছে। এমনটাই জানালেন সঞ্জু।

Advertisement

রাজস্থান অধিনায়ক বলেন, ‘‘বিরাট ভাই, রোহিত ভাই, মাহি ভাই আমায় অভিনন্দন জানিয়েছে।’’ এ মরসুমে আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থদের মতো উইকেটরক্ষক রয়েছেন। যাঁরা আবার অধিনায়কও। তবে সঞ্জু নিজের দল ও খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘‘আমার মনে হয় একজন উইকেট রক্ষকই সবচেয়ে ভালভাবে গোটা মাঠ দেখতে পায়। তাই সঠিক সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়। বাইরে থেকে দেখে মনে হয় অনেক দায়িত্ব সামলাতে হচ্ছে। খুব কঠিন কাজ কিন্তু আসলে তা নয়। আমার মনে হয় উইকেট রক্ষকের অধিনায়কত্ব করা অনেক সহজ।’’

গত মরসুমে লিগ তালিকায় একেবারে শেষে ছিল রাজস্থান। তবে এবার আর তেমনটা হবে না বলেই জানালেন রাজস্থান অধিনায়ক। তিনি বলেন, ‘‘আপনারা যদি হিসেব করেন দেখবেন আমাদের দলটাই সেরা। এই ধরনের প্রতিযোগিতায় ভয়ডরহীন ক্রিকেট খেলা জরুরি। ব্যাট, বল বা ফিল্ডিং সব ক্ষেত্রেই। আমার দল সেই ভয়ডর হীন ক্রিকেট উপহার দিক শুধু এইটুকুই চাইব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement