SUBHMAN GILL

‘টুকটুক’ শুভমন নেট মাধ্যমে ট্রোলের জবাব দিলেন

ট্রোলের জবাব যদিও পরিষ্কার ভাবেই দিয়েছেন গিল। ভাল খেললেও তাঁর স্ট্রাইকরেট নিয়ে কিছুটা চিন্তা ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৭:৫৯
Share:

শুভমন গিল ছবি ইনস্টাগ্রাম

প্রস্তুতি ম্যাচে মাত্র ৩৫ বলে ৭৬ রান করে বেন কাটিংয়ের দলকে হারানোর পরেও নেটমাধ্যমে ট্রোলের শিকার হতে হল কেকেআর ব্যাটসম্যান শুভমন গিলকে। ট্রোলের জবাব যদিও পরিষ্কার ভাবেই দিয়েছেন গিল। ভাল খেললেও তাঁর স্ট্রাইকরেট নিয়ে কিছুটা চিন্তা ছিল।

Advertisement

আইপিএল শুরুর আগে নেটমাধ্যমে তাঁর প্রকাশ করা ছবিতেই এক ক্রিকেট অনুরাগী লেখেন, ‘গত আইপিএলে গিলের ব্যাটিং দেখে ভারতের টেস্ট দলে জায়গা দেওয়া হয়েছে টি২০ দলে নয়’। অনেকে তাঁর খেলাকে ‘টুকটুক’ বলেও কটাক্ষ করেছে। অনেকে আবার মহেন্দ্র সিংহ ধোনির প্রসঙ্গও তুলে এনেছেন।

তবে এত কিছুর পরও দমেননি গিল। নিজেই লিখেছেন, ‘আমি যেখানে থাকতে চাই সেখানেই আছি। আমি নিজেই নিজের পরিচয় হতে চাই’।

Advertisement

গত মরসুমে আবুধাবিতে ১৪ ম্যাচে ৪৪০ রান করেছিলেন গিল। স্ট্রাইক রেট ছিল ১১৭.৯৬। গত মরসুমে অল্পের জন্য প্লে অফে পৌঁছতে পারেনি কেকেআর।

এই সেই পোস্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement