Yash Dhull

IPL 2022: দিল্লিতে যোগ দিয়ে কোন তিন জনের সঙ্গে দেখা করতে মুখিয়ে ছোটদের বিশ্বকাপজয়ী অধিনায়ক

আইপিএলে যশকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি। তাঁকে যে দিল্লি কিনবে সে ব্যাপারে আশাবাদী ছিলেন যশের বাবা বিজয়। কারণ অনেক বছর ধরে দিল্লি দলের সঙ্গে যুক্ত রয়েছেন যশ। দিল্লি ক্যাপিটালসের অ্যাকাডেমিতে অনুশীলন করেন তিনি। তাই যশকে দিল্লি কেনায় তিনি অনেক বেশি খুশি হয়েছেন বলে জানিয়েছেন বিজয়। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৫:৪৮
Share:

আইপিএলে যশকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি। ফাইল চিত্র।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পরেই আইপিএলের নিলামে যশ ঢুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন তিনি। তিন জনের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁরা হলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ, দলের বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও দলের প্রধান কোচ রিকি পন্টিং।

Advertisement

আইপিএলে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে খেলে অনেক কিছু শেখার সুযোগ পান তরুণ ক্রিকেটাররা। যশও সে ভাবেই শিখতে চান। তিনি বলেন, ‘‘এটা আইপিএলে আমার প্রথম মরসুম। আমি নিজের ১০০ শতাংশ দিচ্ছি। খেলার সুযোগ পেলেও নিজের সেরাটাই দেব। আমি অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।’’

যশ জানিয়েছেন পন্টিংয়ের সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনের এক বড় কৃতিত্ব হয়ে থাকবে। তিনি বলেন, ‘‘আমি ঋষভ ভাই ও ওয়ার্নারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। রিকি পন্টিংয়ের সঙ্গেও দেখা হবে। উনি খুব বড় মাপের ক্রিকেটার ছিলেন। সে রকম বড় মাপের মানুষও। তাই তাঁর সঙ্গে দেখা হওয়া আমার জীবনের এক বড় কৃতিত্ব।’’

Advertisement

আইপিএলে যশকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি। তাঁকে যে দিল্লি কিনবে সে ব্যাপারে আশাবাদী ছিলেন যশের বাবা বিজয়। কারণ অনেক বছর ধরে দিল্লি দলের সঙ্গে যুক্ত রয়েছেন যশ। দিল্লি ক্যাপিটালসের অ্যাকাডেমিতে অনুশীলন করেন তিনি। তাই যশকে দিল্লি কেনায় তিনি অনেক বেশি খুশি হয়েছেন বলে জানিয়েছেন বিজয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement