পাঁচ বলে পাঁচ ছক্কা মারেন রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র
শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়ে ম্যাচ হেরে বিধ্বস্ত হওয়া স্বাভাবিক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যশ দয়ালও ব্যতিক্রম নন। শুধু তিনি নন, বিপর্যস্ত তাঁর পরিবারও। মাঠে ছেলে ওই ভাবে মার খাচ্ছে দেখে খাওয়া ভুলে যান যশের মা। বাবা দুঃস্বপ্ন দেখেন।
উত্তরপ্রদেশের যশ তাঁর রাজ্যের রিঙ্কু সিংহের হাতে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করেন। সেই দিনের ঘটনার কথা উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআইকে যশের বাবা চন্দ্রপল বলেন, “দুঃস্বপ্ন ছিল আমার জন্য।” যশের মা খেতে পারছিলেন না। যশের দিদি তাঁকে সামলানোর চেষ্টা করেন। বাবা নিজেকে সামলানোর চেষ্টা করেন। এক সময় তিনি নিজেও ক্রিকেট খেলতেন বিশ্ববিদ্যালয়ের হয়ে। চন্দ্রপল বলেন, “খেলায় এমন হতেই পারে। জীবনেও অনেক ব্যর্থতা আসে। গুরুত্বপূর্ণ হচ্ছে সেটাকে পার করা।”
রবিবার দুপুরে গুজরাতে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাত তোলে ২০৪ রান। বিজয় শঙ্কর করেন ৬৩ রান, সাই সুদর্শন করেন ৫৩ রান। তাঁদের দাপটে ম্যাচ প্রায় পকেটে পুরে নেয় গুজরাত।
ব্যাট করতে নেমে কলকাতা ২৮ রানের মধ্যে ২ উইকেট হারায়। বেঙ্কটেশ আয়ার এবং নীতীশ রানা প্রথমে কলকাতাকে ম্যাচে ফেরায়। দু’জনে ১০০ রানের জুটি গড়েন। তার পরেও ম্যাচটি হেরে যেতে পারত কলকাতা। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। সেই ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতান রিঙ্কু। ম্যাচটিই ঘুরিয়ে দেন তিনি।
গুজরাতের পরের ম্যাচ ১৩ এপ্রিল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতে হবে সেই ম্যাচ। কলকাতার পরের ম্যাচ ১৪ এপ্রিল। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা।