IPL 2024

ইডেনে ১৬ ওভারের ম্যাচ, কত ওভার করে করতে পারবেন বোলারেরা? পাওয়ার-প্লে কত ওভারের?

আইপিএলে কলকাতা বনাম মুম্বইয়ের খেলায় ২০ ওভারের ম্যাচ হয়ে গিয়েছে ১৬ ওভারের। ফলে বোলারদের সর্বোচ্চ ওভারের সংখ্যাও কমে গিয়েছে। কোন বোলার কত ওভার বল করতে পারবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২৪ ২১:০৭
Share:

কেকেআর দল। ছবি: পিটিআই।

আইপিএলে কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচে বৃষ্টির জেরে ওভার সংখ্যা কমে গিয়েছে। ২০ ওভারের ম্যাচ হয়ে গিয়েছে ১৬ ওভারের। ফলে বোলারদের সর্বোচ্চ ওভারের সংখ্যাও কমে গিয়েছে। কোন বোলার কত ওভার বল করতে পারবেন?

Advertisement

ম্যাচ রেফারি জানিয়েছেন, মাত্র একজন বোলারই সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন। পুরো ম্যাচ হলে পাঁচ জন বোলার চার ওভার করে করতে পারতেন। কিন্তু এই ম্যাচে এক জনই চার ওভার করতে পারবেন।

চার জন বোলার সর্বোচ্চ তিন ওভার করে করতে পারবেন। দরকারে অতিরিক্ত আরও এক জন বা দু’জন বোলার ব্যবহার করা যেতে পারে। কিন্তু এক জনকে চার ওভার করানোর পর বাকি কেউই সর্বোচ্চ তিন ওভারের বেশি করতে পারবেন না। পাওয়ার প্লে ৬ ওভারের বদলে হবে ৫ ওভারের।

Advertisement

কেকেআরের বোলিং বিভাগ অতীতে ম্যাচ জেতালেও খুব যে ধারাবাহিক বলা যাবে না। ফলে কোন বোলারকে দিয়ে কত ওভার বল করান শ্রেয়স, সে দিকে নজর থাকবে সকলেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement