Road Tax

কলকাতাতেই দামি গাড়ির ৮০ কোটি টাকার ‘রোড ট্যাক্স’ বাকি, দাবি পরিবহণ মন্ত্রী স্নেহাশিসের

দামি গাড়ির মালিকদের অনেকেরই রোড ট্যাক্স বকেয়া রয়ে গিয়েছে। এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২১:২৫
Share:

দামি গাড়ির বকেয়া কর আদায় নিয়ে কী বললেন পরিবহণমন্ত্রী? —প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতা শহরে মহার্ঘ গাড়িগুলির কর বাকি রয়ে গিয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এমনটাই দাবি করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার বিধানসভা পরিবহণ দফতরের এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন তিনি। তবে সেইসব দামি গাড়ির মালিক কারা সে বিষয়ে খোলসা করতে চাননি স্নেহাশিস।

Advertisement

তিনি বলেন, ‘‘আমরা লক্ষ করেছি, যে বেশ কিছু দামি গাড়ির রোড ট্যাক্স বাকি রয়েছে। সেই সংখ্যাটি বড় ধরনের। আমরা তাঁদের কাছে অনুরোধ রাখছি যে আপনার যদি বকেয়া কর দিয়ে দেন, তা হলে সরকারের ভাল হয়, সমাজের ভাল হয়।’’ পরিবহণমন্ত্রী আরও বলেন, ‘‘এ ক্ষেত্রে গাড়ির ডিলাররা পাঁচ বছরের কর দিয়ে তাদের দামি গাড়িগুলি রাস্তায় নামিয়ে দেন। আবার এমনও দেখা গিয়েছে, তাঁরা ব্যস্ত মানুষ, তাই কর দেওয়ার কথা মাথায় নেই। এ ভাবে কর অনেক জমে গিয়েছে। কলকাতার রাস্তায় চলা দামি গাড়ির ৮০ কোটি টাকার কর বাকি রয়েছে। ধরা হলে তারা গাড়ির বকেয়া কর দিয়ে দেন।’’

রাজস্ব আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ‘‘যাঁরা গাড়ি চালান তাঁদের নিয়মিত রোড ট্যাক্স দিতে হয়। এই রোড ট্যাক্স যদি সবাই নিয়মিত দেন, তা হলে রাজস্ব আসে, রাজস্ব বৃদ্ধি পায়। সেই রাজস্ব দিয়েই উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছয়। কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যার মানুষ নিয়মিত কর দেন।’’ তিনি আরও জানান, করখেলাপিদের কাছে নিয়মিত ভাবে মোবাইলে মেসেজ পাঠিয়ে রোড ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা যতে পারে। আমাদের এনফোর্সমেন্ট দল রাস্তায় নেমে যে সব গাড়ি রোড ট্যাক্স দেয় না, তাদের থেকে রোড ট্যাক্স আদায় করে। এই পদ্ধতিতে আমরা কর আদায় করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement