টানা তিনটি ম্যাচে হারের পর ইডেনে ঘুরে দাঁড়াতে চাইছে নাইটরা। ছবি: আইপিএল।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর থেকে সমর্থকদের হতাশই করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পর পর তিন ম্যাচ হেরে রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবেন নীতীশ রানারা। দলের একাধিক ক্রিকেটার ছন্দে না থাকলেও ধোনির দলকে বাড়তি সমীহ করছে না কেকেআর।
চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠেই জয়ের রাস্তায় ফিরতে পারে কেকেআর। এমনই মনে করছেন দলের বোলিং কোচ ভরত অরুণ। চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার অতীত পরিসংখ্যানই আত্মবিশ্বাসী করছে তাঁকে। শনিবার ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অরুণ। দলের টানা হার ছাড়াও চেন্নাই ম্যাচ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। অরুণ বলেন, ‘‘জানি প্রতিপক্ষ চেন্নাই। অতীতের দিকে তাকালে দেখবেন চেন্নাইয়ের বিরুদ্ধে আমাদের রেকর্ড যথেষ্ট ভাল। আমরা সব সময় নিজেদের শক্তির উপর আস্থা রাখি। আমরা অবশ্যই ভাল ফল করব।’’
টানা তিন ম্যাচ হারলেও আত্মবিশ্বাসী অরুণ। যদিও মেনে নিয়েছেন তাঁদের ব্যাটিং এবং বোলিং দু’বিভাগেই অনেক উন্নতি করতে হবে। অরুণ বলেছেন, ‘‘আমাদের পাওয়ার প্লের ব্যাটিং এবং বোলিং প্রত্যাশিত মানের হচ্ছে না। আরও পারফর্ম করতে হবে ছেলেদের। আমাদের লক্ষ্য থাকে সব সময় ২০০ রান তোলার। পাওয়ার প্লের সময় ব্যাটিংয়ের উন্নতি দরকার। বোলিংয়েও উন্নতি করতে হবে। দরকারে পরিশ্রম বাড়াতে হবে।’’ কী ভাবে দল নিয়ে আশাবাদী থাকতে পারছেন? কেকেআরের বোলিং কোচ বলেছেন, ‘‘অন্য দলগুলির পক্ষে জয়ের ধারা বজায় রাখা সম্ভব হবে না। সব দলকেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে।’’
প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে ওপেনিং জুটি। এখনও পর্যন্ত কোনও জুটিই ভরসা দিতে পারেনি কেকেআর শিবিরকে। কেন এত পরীক্ষা নিরীক্ষা চলছে? অরুণ বলেছেন, ‘‘আমরা সব জুটির মধ্যে সেরা জুটিটাকে খুঁজে নিতে চাইছি। প্রতিযোগিতার প্রথমার্ধের মধ্যে সেরা ওপেনিং জুটি খুঁজে নিতে হবে আমাদের।’’
প্রথম একাদশ নিয়েও একই পথে হাঁটার কথা জানিয়েছেন অরুণ। কলকাতার বোলিং কোচ বলেছেন, ‘‘আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে। বিভিন্ন রকম দল খেলিয়ে চেষ্টা করছি আমরা। এটা সত্যি। আমরা আসলে সেরা একাদশ বেছে নিতে চাইছি। আইপিএলের প্রথমার্ধের মধ্যেই এক কাজগুলো শেষ করতে হবে। আশা করছি আমরা ভালই করব।’’ উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ছ’টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত জয় পেয়েছে দু’টিতে।