এক দিনের ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটে রেকর্ড হাতছাড়া হল রশিদের। ছবি: টুইটার।
এক দিনের ক্রিকেটে নতুন নজির গড়লেন নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানে। ধর্ষণের অভিযোগে জেল খাটা নেপালের ক্রিকেটার এক দিনের ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন।
ভেঙে গেল রশিদ খানের নজির। আফগানিস্তানের অধিনায়ক ৪৪টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০০টি উইকেট নিয়েছিলেন। সন্দীপ ৪২টি এক দিনের আন্তর্জাতিক খেলে ১০০টি উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপের ম্যাচে ওমানের আদিল শফিককে আউট করে ১০০ উইকেট পূর্ণ করেছেন তিনি। ওমানের বিরুদ্ধে ম্যাচটিতে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন সন্দীপ।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। জামিনে মুক্ত হওয়ার পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য গত ফেব্রুয়ারি মাসে জাতীয় দলে ফেরেন নেপালের প্রাক্তন অধিনায়ক। ২০১৮ সালে তাঁকে নিলামে কিনেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ক্যাপিটালস। নেপালের একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিনি।
গত বছর অগস্টে কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন লামিছানে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বরে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নেপালের আদালত। গ্রেফতারি এড়াতে বেশ কিছু দিন বিদেশে ছিলেন তিনি। ক্যারিবিয়ান লিগ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ়েই থেকে যান। বেশ কিছু দিন পর ফেরেন নেপালে। গত বছর ৬ অক্টোবর দেশে ফেরার পর কাঠমান্ডু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল লামিছানেকে।