Virat Kohli

আইপিএলে শতরান করে দলকে জিতিয়েও কোহলির মাথায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল!

আইপিএলে শতরান করার পরেও বিরাট কোহলির নজর পড়ে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ২৩:৫০
Share:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬২ বলে শতরান করেছেন বিরাট কোহলি। —ফাইল চিত্র

আইপিএলে চার বছর পরে শতরান করেছেন বিরাট কোহলি। তাঁর শতরানে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। আইপিএলে শতরান করলেও বিরাটের মন পরে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। টি-টোয়েন্টির মধ্যেই টেস্ট ক্রিকেটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

হায়দরাবাদের বিরুদ্ধে ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন কোহলি। কিন্তু প্রতিটিই ক্রিকেটীয় শট। চোখ বন্ধ করে ব্যাট চালাননি। তার কারণ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাচের সেরা হওয়ার পরে কোহলি বলেছেন, ‘‘আমি এমন এক জন ক্রিকেটার যে খুব বেশি আধুনিক শট খেলতে পছন্দ করি না। আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাই নিজের টেকনিক ঠিক রাখতে হবে আমাকে।’’ বিরাটের এই কথা থেকে পরিষ্কার, এ বার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে কতটা বদ্ধপরিকর তিনি।

হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করার সময় কী মানসিকতা নিয়ে নেমেছিলেন সে কথাও জানিয়েছে বিরাট। তিনি বলেছেন, ‘‘হায়দরাবাদ ভাল ব্যাট করেছে। কিছু বল পিচে পড়ে থমকে আসছিল। তাই আমাদের শুরুটা ভাল হওয়া দরকার ছিল। আমি প্রথম বল থেকেই মারার পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লেগেছে।’’

Advertisement

আগের কয়েকটি ম্যাচে রান পাননি কোহলি। তাতে অবশ্য চাপ পড়েনি তাঁর উপর। কারণ, নেটে ভাল ব্যাট করছিলেন। তিনি জানতেন ছন্দে ফিরবেন। তাই বাইরে কে কী বলছে তাতে গুরুত্ব দেননি তিনি। কোহলি বলেছেন, ‘‘গত কয়েকটা ম্যাচে রান না পেলেও নেটে ভাল ব্যাট করছিলাম। আমি কোনও দিন অতীত রেকর্ড দেখিনি। এমনিতেই আমি নিজেকে এতটা চাপে রাখি যে বাইরে কে কী বলল সে দিকে নজর দিই না। আমার কাজ দলের জন্য ভাল খেলা। দলকে জেতানো। সেটা করার চেষ্টা করি।’’

ফ্যাফ ডুপ্লেসির সঙ্গে এ বারের আইপিএলে সব থেকে বেশি রানের জুটি গড়েছেন কোহলি। দু’জনের এই সাফল্যের রহস্যও ফাঁস করেছেন বিরাট। তাঁর কথায়, ‘‘আমাদের দু’জনের শরীরেই ট্যাটু আছে। তাই হয়তো আমাদের এত মিল (হেসে)। সত্যি বলতে, ডুপ্লেসি খুব ভাল ব্যাটার। এত অভিজ্ঞ ব্যাটার। ওর সঙ্গে ব্যাট করতে খুব ভাল লাগে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement