এ বারের আইপিএলে ভাল ছন্দে নেই কেকেআর। প্লে-অফে ওঠার অঙ্ক খুব কঠিন নাইট রাইডার্সের সামনে। —ফাইল চিত্র
রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ে প্লে-অফের লড়াইয়ে চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে গিয়েছে আরসিবি। তাতে আরও সমস্যায় পড়েছে কেকেআর।
হায়দরাবাদকে হারানোয় ১৩ ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ১৪। নেট রানরেটে মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে চার নম্বরে উঠে এসেছেন কোহলিরা। তাদের বাকি আর এক ম্যাচ। আইপিএলের লিগ পর্যায়ের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু। সেই ম্যাচ জিতলে কোহলিদের পয়েন্ট হবে ১৬। তার পরেও অবশ্য সরাসরি প্লে-অফ নিশ্চিত হবে না। চেন্নাই, লখনউ ও মুম্বইয়ের মধ্যে কোনও একটি দল পয়েন্ট নষ্ট করলে তবেই শেষ চার নিশ্চিত হবে কোহলিদের।
অন্য দিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর। তাদের শেষ ম্যাচ শনিবার ঘরের মাঠে। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে লখনউকে হারাতে পারলে ১৪ পয়েন্ট হবে তাদের।
কলকাতাকে তার পরেও তাকিয়ে থাকতে হবে বাকি দলের দিকে। পঞ্জাব-রাজস্থান ম্যাচে হারতে হবে রাজস্থানকে। মুম্বই ও বেঙ্গালুরুকেও তাদের পরের ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে। তা হলেই একমাত্র শেষ চারে যেতে পারবে কেকেআর।