এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ব্যাটে তেমন রান নেই কোহলীর। সাত ম্যাচে মাত্র ১১৯ রান করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৮ সর্বাধিক। লখনউয়ের বিরুদ্ধেও প্রথম বলে শূন্য করে আউট হন কোহলী। অন্য দিকে ভাল খেলছেন ডুপ্লেসি। তাঁর নেতৃত্বে সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু।
নেতৃত্ব দিলেন কোহলী ছবি: আইপিএল
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। নতুন অধিনায়ক করা হয়েছে ফ্যাফ ডুপ্লেসিকে। দলের এক জন সাধারণ সদস্য হিসাবেই খেলছেন কোহলী। তার পরেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অধিনায়কত্ব করতে দেখা গেল কোহলীকে। কিন্তু কেন নেতৃত্ব দিলেন তিনি? কী করছিলেন ডুপ্লেসি?
পুরো ম্যাচের জন্য নয়, তবে একটা বড় সময় দলকে নেতৃত্ব দেন কোহলী। আসলে ব্যাট করার সময় লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলের ছোড়া একটি বল হাতে লাগে ডুপ্লেসির। কিছুটা চোট পান তিনি। তা ছাড়া প্রায় ২০ ওভার ব্যাট করে ৯৬ রানও করেন ডুপ্লেসি। তাই প্রথম ইনিংসের পরে সাজঘরে বিশ্রাম নিচ্ছিলেন অধিনায়ক। ডুপ্লেসি মাঠে নামার পরে ফের তিনিই নেতৃত্ব দেওয়া শুরু করেন।
অনেক দিন বাদে নেতৃত্ব দিলেও তাঁর ধার যে কমেনি তা প্রমাণ করে দিয়েছেন কোহলী। রাহুলের সামনে গ্লেন ম্যাক্সওয়েলকে দিয়ে বল করান। অস্ট্রেলিয়ার স্পিনারকে খেলতে সমস্যায় পড়েন রাহুল। বুদ্ধি করে বোলারদের পরিবর্তন করছিলেন। তার ফলে শুরু থেকে বেশি রান করতে পারেনি লখনউ।
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ব্যাটে তেমন রান নেই কোহলীর। সাত ম্যাচে মাত্র ১১৯ রান করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৮ সর্বাধিক। লখনউয়ের বিরুদ্ধেও প্রথম বলে শূন্য করে আউট হন কোহলী। অন্য দিকে ভাল খেলছেন ডুপ্লেসি। তাঁর নেতৃত্বে সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু।