কোহলীর ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নন সতীর্থ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। সবার যুক্তি, একটি ম্যাচে শতরান হলেই ফের নিজের পুরনো ফর্মে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই শতরান কবে আসবে সে দিকেই তাকিয়ে ভারতের ক্রিকেট সমর্থকরা।
রানের খরা চলছে কোহলীর ফাইল চিত্র
খারাপ সময় কাটছে না বিরাট কোহলীর। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রান করে আউট হয়েছেন তিনি। তার সঙ্গে লজ্জার কীর্তি গড়েছেন কোহলী। শেষ ১০০ ম্যাচে তাঁর ব্যাট থেকে শতরান আসেনি।
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষ বার তিন অঙ্কে পৌঁছেছিলেন কোহলী। তার পর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি এক দিনের ম্যাচ, ২৫ টি২০ ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু এক বারও তিন অঙ্কে যেতে পারেননি। যদিও এর মধ্যে অনেক অর্ধশতরান করেছেন তিনি।
কোহলীর খারাপ ফর্মের প্রভাব পড়েছে তাঁর অধিনায়কত্বেও। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের পরে ভারতীয় টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। তার পরে এক দিনের দলের অধিনায়কত্ব থেকে কোহলীকে সরিয়ে দেয় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে টেস্ট দলের নেতৃত্বও ছাড়েন তিনি। এ বার আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতা নন কোহলী। তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন ফ্যাফ ডুপ্লেসি।
কোহলীর ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নন সতীর্থ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। সবার যুক্তি, একটি ম্যাচে শতরান হলেই ফের নিজের পুরনো ফর্মে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই শতরান কবে আসবে সে দিকেই তাকিয়ে ভারতের ক্রিকেট সমর্থকরা।