রাজস্থানের ব্যাটার রবিচন্দ্রন অশ্বিনকে স্টাম্প করার চেষ্টা করছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল
ঘরের মাঠে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। রাজস্থান রয়্যালসের কাছে হারল তারা। প্রথমে ব্যাট করে ১৭৫ রান করে রাজস্থান। জবাবে শুরুটা ভাল করলেও শেষটা ভাল করতে পারল না চেন্নাই। সিএসকের অধিনায়ক হিসাবে নিজের ২০০তম ম্যাচে হারতে হল মহেন্দ্র সিংহ ধোনিকে।
চেন্নাই-গুজরাত ম্যাচের সেরা তিন ক্রিকেটারকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।
জস বাটলার: রাজস্থানের ব্যাটিংয়ের মূল স্তম্ভ বাটলার। চেন্নাইয়ের বিরুদ্ধেও রান এল তাঁর ব্যাট থেকে। আরও একটি অর্ধশতরান করলেন বাটলার। পর পর উইকেট পড়লেও এক দিকে টিকেছিলেন বাটলার। ৩৮ বলে ৫২ রান করেন তিনি।
ডেভন কনওয়ে: চেন্নাইয়ের হয়ে বাটলারের মতো ইনিংস খেললেন কনওয়ে। মন্থর উইকেটে রান তাড়া করতে নেমে সমস্যা হলেও উইকেট দিয়ে আসেননি তিনি। যদিও অপর প্রান্তে একের পর এক উইকেট পড়ায় চাপে পড়ে বড় শট মারতে গিয়ে ৩৮ বলে ৫০ রান করে আউট হলেন কনওয়ে।
শিমরন হেটমায়ের: রাজস্থানের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন শিমরন হেটমায়ের। দলের রানকে ১৭৫ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় অবদান হেটমায়েরের। শেষ দিকে নেমে ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি।