এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র
আইপিএলের শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। প্রথম চার ম্যাচের চারটিতেই হারতে হয়েছে দলকে। কোথায় পিছিয়ে পড়ছে দিল্লি, সেটা বুঝতে পেরে গিয়েছেন দলের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। সমস্যা সমাধানের উপায়ও বাতলে দিয়েছেন তিনি।
সৌরভের মতে, দলের বেশির ভাগ ভারতীয় ক্রিকেটার তরুণ। তাই ছন্দ পেতে একটু সময় লাগছে তাঁদের। তিনি বলেছেন, ‘‘হার সব সময় আঘাত দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভাল দল তৈরি হতে একটু সময় লাগছে।’’
তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার কথা বললেও তাড়াতাড়ি ভুল শুধরে নেওয়ার পরামর্শও দিয়েছেন সৌরভ। শনিবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেখাতে বলেছেন তিনি।
সৌরভের কথায়, ‘‘আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বার করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। একই ভুল বার বার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে। তবেই ভুল শোধরানো যাবে।’’
অক্ষর পটেলের প্রশংসা শোনা গিয়েছে সৌরভের মুখে। তবে বাকিদেরকেও অক্ষরকে সাহায্য করতে হবে বলে জানিয়েছেন তিনি। সৌরভ বলেছেন, ‘‘অক্ষর যে ভাবে খেলছে তা এক কথায় অসাধারণ। কিন্তু ওর একার পক্ষে ম্যাচ জেতানো যাবে না। তার জন্য বাকিদেরও এগিয়ে আসতে হবে।’’