Umran Malik

IPL 2022: কাকে দেখে মুগ্ধ গাওস্কর নির্বাচকদের পরামর্শ দিলেন, ‘ওকে ইংল্যান্ড সফরে নিয়ে যাও’

গুজরাতের বিরুদ্ধে চার ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন উমরান। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম বোলার যিনি প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারকে আউট করেছেন। তার সঙ্গেই আইপিএলে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের লড়াইয়ে রয়েছেন জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১০:২০
Share:

কাকে জাতীয় দলে নেওয়ার দাবি গাওস্করের ফাইল চিত্র

এ বারের আইপিএলের অন্যতম সেরা তরুণ প্রতিভা তিনি। প্রতি ম্যাচে গতি ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষকে মাটি ধরানোর পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসা কুড়োচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছে। শুধু তাই নয়, আইপিএলের পরে ভারতের ইংল্যান্ড সফরে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন উমরান। তাঁর বোলিং দেখে হতবাক গাওস্কর। তিনি বলেন, ‘‘উমরানের সব থেকে বড় শক্তি ওর নিয়ন্ত্রণ। বলের গতি অনেকের থাকে। কিন্তু জোরে বল করতে গিয়ে বলের লাইন, লেংথ ঠিক থাকে না। কিন্তু উমরান সব সময় উইকেট লক্ষ্য করে বল করে। তাই এত ব্যাটারকে বোল্ড করে ও।’’

Advertisement

তার পরেই ইংল্যান্ড সফরের প্রসঙ্গ নিয়ে আসেন গাওস্কর। প্রথম একাদশে খেলার সুযোগ না পেলেও ভারতীয় দলের সঙ্গে তাঁর যাওয়া উচিত বলেই মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘শামি, বুমরা, সিরাজ ও উমেশ থাকায় হয়তো প্রথম একাদশে উমরান সুযোগ পাবে না। কিন্তু ভারতীয় দলের সঙ্গে থাকলে বিরাট কোহলী, রোহিত শর্মাদের সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পারবে। অনেক কিছু শিখবে। সেটা পরে দলের কাজেই লাগবে। তাই ইংল্যান্ড সফরে নির্বাচকদের উমরানকে দলে রাখা উচিত।’’

গুজরাতের বিরুদ্ধে চার ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন উমরান। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম বোলার যিনি প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারকে আউট করেছেন। তার সঙ্গেই আইপিএলে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের লড়াইয়ে রয়েছেন জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement