আরও এক বার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে আইপিএল খেলতে নেমেছেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র
আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন তাঁরা। আইপিএলে চেন্নাইয়ের শুরুটা ভাল হলেও ধোনির সিদ্ধান্তে খুশি নন সুনীল গাওস্কর। তাই তাঁকে বিশেষ পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
চেন্নাইয়ের হয়ে ধোনির অত নীচের দিকে ব্যাট করতে নামা পছন্দ নয় গাওস্করের। তাঁর মতে, ধোনির উচিত আরও উপরে নামা। গাওস্কর বলেছেন, ‘‘আশা করছি ধোনি আরও উপরে ব্যাট করতে নামবে। প্রতি ম্যাচে ২-৩ ওভার ব্যাট করার সুযোগ পাচ্ছে ও। এটা ঠিক নয়। ভাল ছন্দে রয়েছে ধোনি। তাই ওর আরও বেশি ওভার খেলা উচিত।’’
গাওস্করের মতে, ধোনি আরও উপরে ব্যাট করতে নামলে চেন্নাইয়েরই লাভ হবে। তিনি বলেছেন, ‘‘ধোনি এ বার শুরু থেকেই ছন্দে রয়েছে। ওর ব্যাটে বল ভাল লাগছে। তাই উপরে নামলে বড় রান করতে পারবে ধোনি। তাতে চেন্নাইয়েরও লাভ হবে।’’
আইপিএলের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরেছিলেন ধোনিরা। কিন্তু তার পর লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই। ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছেন ধোনিরা।