IPL 2024

চাপে থাকা হার্দিকের পাশে সৌরভ, মুম্বই ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের কী বার্তা দিলেন

প্রতি ম্যাচেই ক্রিকেটপ্রেমীদের একাংশের বিদ্রুপের শিকার হতে হচ্ছে হার্দিককে। বিষয়টা পছন্দ হচ্ছে না সৌরভের। মুম্বই ম্যাচের আগে প্রতিপক্ষ অধিনায়কের পাশে দাঁড়ালেন সৌরভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১৮:১২
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যর পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার হার্দিকদের বিরুদ্ধে খেলবে সৌরভের দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচের আগে মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীদের কাছে সৌরভের আবেদন, হার্দিককে বিদ্রুপ করবেন না।

Advertisement

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সব ম্যাচে দর্শকদের বিদ্রুপের মুখে পড়ছেন হার্দিক। গুজরাত টাইটান্স ছাড়ার জন্য আমদাবাদে দর্শকদের একাংশ বিদ্রুপ করেছিলেন হার্দিককে। অন্য ম্যাচগুলিতে রোহিত শর্মার ভক্তদের একাংশের বিদ্রুপের মুখে পড়েন মুম্বই অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোহিতকে দেখা গিয়েছিল দর্শকদের শান্ত করতে। রবিবার ওয়াংখেড়ের ম্যাচের আগে হার্দিকের হয়ে ব্যাট ধরলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট।

মুম্বই-দিল্লি ম্যাচের আগে সৌরভ বলেছেন, ‘‘হার্দিককে বিদ্রুপ করা উচিত নয় ক্রিকেটপ্রেমীদের। এটা ঠিক হচ্ছে না। রোহিত অন্য মানের ক্রিকেটার। ওর পারফরম্যান্সের মানও অন্য রকম। ফ্র্যাঞ্চাইজ়ি হার্দিককে অধিনায়ক করেছে। এতে ওর কোনও দোষ নেই।’’ সৌরভ বোঝাতে চেয়েছেন, মুম্বইয়ের সমর্থকদের উচিত দলের সিদ্ধান্ত মেনে নেওয়া। কারণ কেউ আজীবন অধিনায়ক থাকতে পারেন না। পরিবর্তন করতেই হয়।

Advertisement

সৌরভের আবেদন ক্রিকেটপ্রেমীরা কতটা মানবেন, তা নিয়ে সংশয় থাকছেই। হার্দিককে করা বিদ্রুপ কিছু কিছু ক্ষেত্রে বেশ দৃষ্টিকটু মনে হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। আইপিএলে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলে সবগুলিতেই হেরেছে মুম্বই। টানা ব্যর্থতায় চাপে রয়েছেন হার্দিকও। এই পরিস্থিতিতে প্রতিপক্ষ দলের অধিনায়কের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement