MS Dhoni

অধিনায়কত্ব ছেড়েছেন, কিন্তু এখনও চেন্নাই মানেই ধোনি, প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন সতীর্থেরা

চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু এখনও যে তিনিই চেন্নাইয়ের সব, তা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৬:৩৭
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল।

চলতি মরসুমে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে। এ বারের প্রতিযোগিতার আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। কিন্তু এখনও যে তিনিই চেন্নাইয়ের সব, তা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবেরা। গুজরাত টাইটান্সকে হারিয়ে দু’জনেই ধোনির নাম নিয়েছেন।

Advertisement

ঘরের মাঠে গুজরাতকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই। ধোনিদের হয়ে ব্যাট হাতে ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন শিবম। তিনিই হয়েছেন ম্যাচের সেরা। ইমপ্যাক্ট প্লেয়ার শিবমের ভাল খেলার নেপথ্যে যে ধোনিই রয়েছেন তা ম্যাচ শেষে জানিয়েছেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক রুতুরাজ। তিনি বলেন, “শিবম দলের হয়ে খেলেছে। ওর সঙ্গে ধোনি ভাই নিজে সময় কাটিয়েছে। শিবমের দায়িত্ব ওকে বুঝিয়েছে। তাতে শিবমের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এই ম্যাচে ওর ব্যাটিংয়েই সেটা দেখা গিয়েছে।”

একই কথা শোনা গিয়েছে ম্যাচের সেরা শিবম। ম্যাচ শেষে তিনি বলেন, “এই ফ্র্যাঞ্চাইজ়ি বাকি সব দলের থেকে আলাদা। এই দল আমাকে স্বাধীনতা দিয়েছে। আমি সে ভাবেই নিজেকে তৈরি করেছি। ধোনি ভাই আমাকে অনেক সাহায্য করেছে। চেন্নাইয়ের পিচে কী ভাবে খেলা উচিত সেটা আমি বুঝতে পেরেছি। নিজের উপর বিশ্বাস রেখেছি। এই ম্যাচে শুরু থেকেই বড় শট খেলতে চেয়েছিলাম। সেটা পেরেছি।”

Advertisement

এ বারের আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক বদল হলেও শুরুটা ভাল হয়েছে ধোনিদের। প্রথম দুই ম্যাচেই জিতেছে তারা। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরে দ্বিতীয় ম্যাচে গুজরাতের মতো শক্তিশালী দু’টি দলকে হারিয়েছেন ধোনিরা। এ বার ফাইনাল চেন্নাইয়ে। সেখানে আইপিএল জিতে অবসর নেওয়ার ভাবনা রয়েছে ধোনির। সেই পথেই এগিয়ে চলেছে চেন্নাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement