IPL 2023

রোহিতদের বিরুদ্ধে বিরাট দাপট, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ প্রয়োজনই হল না কোহলিদের

বেঙ্গালুরুর পুরো দল মুম্বইয়ের উপর যে ভাবে ‘ইমপ্যাক্ট’ তৈরি করল তাতে আলাদা করে কোনও ক্রিকেটারকে প্রয়োজন পড়ল না তাদের। সহজেই ম্যাচ জিতে নিলেন বিরাটরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ০৭:৫৮
Share:

বিরাট কোহলিদের সহজ জয় মুম্বইয়ের বিরুদ্ধে। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে নতুন নিয়ম ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। ম্যাচের যে কোনও সময় এক জন ক্রিকেটার বদল করতে পারে দলগুলি। সেই সুবিধা নিয়ে কেউ ম্যাচ জিতছে, কেউ আবার ব্যর্থ হচ্ছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের প্রথম ম্যাচে ব্যবহারই করল না ‘ইমপ্যাক্ট প্লেয়ার’কে।

Advertisement

রবিবার প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে মুম্বই। সেই রান তাড়া করতে নেমে একটা সময় মনে হচ্ছিল বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফ্যাফ ডুপ্লেসি মিলেই জয়ের রান তুলে নেবেন। যদিও শেষ পর্যন্ত ১৪৮ রানের মাথায় আউট হন ডুপ্লেসি। বেঙ্গালুরুর তখন বাকি ২৪ রান। তাই সেই সময় আর ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ প্রয়োজন হয়নি বেঙ্গালুরুর।

বল করার সময় বেঙ্গালুরুর রিচি টপলে চোট পান। তাঁর জায়গায়ও অন্য কোনও বোলারকে আনেনি তারা। বেঙ্গালুরু দলে ভারসাম্য এতটাই যে টপলে বার হয়ে গেলেও ২০ ওভার করতে সাত বোলার ব্যবহার করে তারা। মুম্বইয়ের বিরুদ্ধে কোনও অসুবিধাই হল না তাদের। দু’টি উইকেট নেন করণ শর্মা। একটি করে উইকেট নেন সিরাজ়, টপলে, আকাশ দীপ, হর্ষল পটেল এবং মাইকেল ব্রেসওয়েল।

Advertisement

বেঙ্গালুরুর পুরো দল মুম্বইয়ের উপর যে ভাবে ‘ইমপ্যাক্ট’ তৈরি করল তাতে আলাদা করে কোনও ক্রিকেটারকে প্রয়োজন পড়ল না তাদের। সহজেই ম্যাচ জিতে নিলেন বিরাটরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement