IPL 2023

এ বারও সিঁদুরে মেঘ দেখছেন গত বছর টানা আট ম্যাচে হারা রোহিত

আইপিএলের প্রথম ম্যাচেই হেরে গেলেন রোহিত শর্মারা। গত বার শুরু থেকে টানা আটটি ম্যাচে হেরেছিল মুম্বই। এ বার প্রথম ম্যাচেই হার ৮ উইকেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২৩:৫০
Share:

আইপিএলের প্রথম ম্যাচেই হেরে গেলেন রোহিত শর্মারা। ছবি: আইপিএল

গত বারের আইপিএলটি ভুলতে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের আইপিএলজয়ীরা শেষ করেছিল ১০ নম্বরে। সকলের শেষে। এ বারের নিলামেও তাই দল গুছিয়ে নেওয়ার দিকে নজর ছিল মুম্বইয়ের। কিন্তু আইপিএলের প্রথম ম্যাচেই হেরে গেলেন রোহিত শর্মারা। গত বার শুরু থেকে টানা আটটি ম্যাচে হেরেছিল মুম্বই। এ বার প্রথম ম্যাচেই হার ৮ উইকেটে।

Advertisement

বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রবিবার শুরু থেকেই খেই হারিয়ে ফেলে মুম্বই। রোহিত ম্যাচ শেষে বলেন, “শুরুটা ভাল হল না। ব্যাট হাতে প্রথম ৬ ওভারে রান উঠল না। তিলক (বর্মা) এবং বাকি ব্যাটাররা খুব ভাল চেষ্টা করেছে। কিন্তু বল হাতে আমরা নিজেদের কাজটাই করতে পারলাম না। ব্যাট করার জন্য আদর্শ পিচ ছিল।”

তিলক ৮৪ রানে অপরাজিত থাকেন। মুম্বইয়ের অর্ধেক রান তিলক প্রায় একাই করেন। রোহিত বলেন, “তিলক খুব ইতিবাচক মনোভাব নিয়ে খেলে। দারুণ প্রতিভা। এমন কিছু শট খেলেছে যা খেলতে সাহস লাগে। তিলককে ধন্যবাদ লড়াই করার মতো রান তুলে দেওয়ার জন্য। আমরা কোনও লক্ষ্য ঠিক করিনি নিজেদের জন্য। নিজেদের ক্ষমতার অর্ধেকও ব্যাট করতে পারিনি। তাতেই ১৭০ রান তুলেছি। আরও ৩০-৪০ রান প্রয়োজন ছিল।”

Advertisement

বিরাটদের বিরুদ্ধে হারের জন্য যদিও যশপ্রীত বুমরার না থাকার অজুহাত দিলেন না রোহিত। তিনি বলেন, “গত ৭-৮ মাস ধরে আমি বুমরাকে ছাড়াই খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছি। অবশ্যই এটা অন্য দল এবং এখানে কাউকে বুমরার দায়িত্বটা নিতে হবে। বুমরা নেই ভেবে হাহুতাশ করলে চলবে না। চোট তো আর আমাদের হাতে নেই। সেটা নিয়ে কিছু করতে পারব না আমরা। দলে যে বোলাররা রয়েছে, তারাও প্রতিভাবান। তাদের পাশে থাকতে হবে। এটা সবে প্রতিযোগিতার শুরু, অনেকটা পথ বাকি আছে।”

রবিবার প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে মুম্বই। সেই রানের জবাবে বেঙ্গালুরু ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। বিরাট অপরাজিত থাকেন ৮২ রানে। অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি করেন ৭৩ রান। মুম্বইয়ের হয়ে তিলক বর্মা ছাড়া কোনও ব্যাটার সে ভাবে রান করতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement