ফাইল চিত্র।
পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এ বারের মরসুমটা দুঃস্বপ্নের গেলেও অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন, পরের বছর তাঁদের দল ঠিক ঘুরে দাঁড়াবে। অধিনায়কের মতে, দলের একতাই তাঁদের সবচেয়ে বড় অস্ত্র।
এ বারে দশটা হার আর চারটে জয় দিয়ে আইপিএল শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত বলেছেন, ‘‘একটা অপ্রত্যাশিত মরসুম গেল আমাদের জন্য। তবে এ বারের আইপিএল থেকে যা শিখেছি আর যা ইতিবাচক প্রাপ্তি হয়েছে, তার উপরে নজর দিতে চাই।’’ যোগ করেন, ‘‘যে ভাবে দলের সবাই একে অন্যের পাশে থেকেছে এবং সাহায্য করেছে, সেটা দেখেদারুণ লেগেছে।’’
রোহিত যে এখন থেকেই পরের আইপিএল নিয়ে ভাবতে শুরু করেছেন, তা মুম্বই অধিনায়কের কথায় পরিষ্কার। তিনি বলেছেন, ‘‘এ বার দেখতে হবে পরের মরসুমের জন্য আমরা কী ভাবে প্রস্তুতি নিই। আমরা শেষটা ভাল ভাবেই করেছি। যেটা আমাদের পক্ষে একটা ভাল দিক। পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরব।’’ এ বারে প্রথম আটটা ম্যাচে হারার পরে শেষ ছ’টায় চারটেতে জিতেছিল মুম্বই। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্লে-অফে তুলে দিয়েছিলেন রোহিতরা।
রোহিতের সবচেয়ে ভাল লেগেছে ক্রিকেটারদের মধ্যে একতা। মুম্বই অধিনায়কের কথায়, ‘‘দলের মধ্যে যে একতাটা দেখছি, সেটা খুব ভাল ব্যাপার। কেউ হাল ছাড়েনি। একটা পরিবারের মতো ছিলাম আমরা। অনুশীলনে সবাই নিজেদের সেরাটা দিয়েছে।’’ রোহিত আরও বলেন, ‘‘আমাদের সামনে একটাই লক্ষ্য ছিল এবং সবাই সেই লক্ষ্যের দিকেই এগিয়েছে।’’
রোহিতকে খুশি করেছে দলের তরুণ ক্রিকেটারদের মানসিকতাও। রোহিতের কথায়, ‘‘ভবিষ্যতে এদের মধ্যে অনেকেই দারুণ ক্রিকেটার হয়ে উঠবে। ওদের দায়িত্ব নেওয়ার মনোভাব সবাইকে খুশি করেছে। ওরা মানসিক ভাবে খুবই শক্তিশালী এবং সাফল্যের খিদেটাও আছে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।