IPL 2023

ইডেনে নতুন মাইলফলক স্পর্শ রিঙ্কুর, আইপিএলে সূর্যকুমার-যশস্বীদের পাশে কেকেআরের ফিনিশার

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬৭ রানের দাপুটে ইনিংস খেলেও কেকেআরকে জেতাতে পারেননি রিঙ্কু। শনিবার ইডেন অবশ্য তাঁকে সম্পূর্ণ নিরাশ করেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৮:৩৭
Share:

শনিবারের ইনিংসে আইপিএলের একটি মাইলফলক স্পর্শ করেছেন রিঙ্কু। ছবি: আইপিএল।

পারফরম্যান্সের বিচারে এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের উজ্জ্বলতম নাম রিঙ্কু সিংহ। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দাপুটে ইনিংস খেলেও কেকেআরকে জেতাতে পারেননি। যদিও অপরাজিত ৬৭ রানের ইনিংসের সুবাদে স্পর্শ করেছে একটি মাইলফলক।

Advertisement

সূর্যকুমার যাদব, ঈশান কিশন, যশস্বী জয়সওয়ালের নজির ছুঁলেন রিঙ্কু। দেশের হয়ে না খেলা সপ্তম ক্রিকেটার হিসাবে একই আইপিএলে ৪৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন কেকেআরেরে ফিনিশার রিঙ্কু। আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। প্রতিযোগিতায় মেরেছেন ৩১টি চার এবং ২৯টি ছয়। রাজস্থানের যশস্বী ১৪টি ম্যাচে করেছেন ৬২৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া কোনও ক্রিকেটারের আইপিএলে এটাই সর্বোচ্চ রান।

শন মার্শ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১১টি ম্যাচে ৬১৬ রান করেছিলেন। যশস্বী ১৫ বছরের পুরনো সেই রেকর্ড এ বার ভেঙে দিয়েছেন। ঈশান ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে করেছিলেন ৫১৬ রান। সূর্যকুমার ২০১৮ সালে ৫১২ রান এবং ২০২০ সালে ৪৮০ রান করেছিলেন। ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের হয়ে দেবদত্ত পাড়িক্কাল করেছিলেন ৪৭৩ রান। ২০১১ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে পল ভলথাটি করেছিলেন ৪৬৩ রান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement