পর পর দু’ম্যাচে হারের পরে আবার জয়ে ফিরতে মরিয়া বিরাট কোহলিরা। —ফাইল চিত্র
পয়লা বৈশাখ জোড়া ম্যাচ রয়েছে আইপিএলে। এক দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের খেলা রয়েছে।
শনিবার প্রথম খেলা বেঙ্গালুরু বনাম দিল্লির। দুপুর ৩.৩০ মিনিট থেকে বেঙ্গালুরুতে শুরু হবে খেলা। প্রথম ম্যাচ জেতার পরে টানা দু’টি ম্যাচ হেরেছে বেঙ্গালুরু। তাই দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে জেতার লক্ষ্যে নামবে আরসিবি। অন্য দিকে নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই হেরেছে দিল্লি। ক্রিকেটারদের মনোবল তলানিতে। তাই এই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে এগিয়ে থেকে নামবেন বিরাট কোহলিরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে জয় দরকার দিল্লিরও। কারণ, শনিবার হেরে গেলে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়বে দিল্লি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শনিবার দ্বিতীয় খেলা লখনউ বনাম পঞ্জাবের। লখনউয়ের ঘরের মাঠে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। লখনউ ছন্দে রয়েছে। প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছেন লোকেশ রাহুলরা। তাই তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি। অন্য দিকে প্রথম দু’ম্যাচে জিতলেও পরের দু’ম্যাচে হারতে হয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাবকে। লখনউয়ের বিরুদ্ধে জয়ে ফেরার চেষ্টা করবেন তাঁরা।