IPL 2024

বেঙ্গালুরু প্লে-অফে উঠতেই সমর্থকের অদ্ভুত কাণ্ড! জার্সি নিয়ে পৌঁছে গেলেন কোথায়?

মাঠেই আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল বেঙ্গালুরুর সমর্থকদের। রাস্তায় সমর্থকদের ঢল নেমেছিল। বিরাট কোহলিদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। তবে এক সমর্থক সমাবর্তন অনুষ্ঠানে দলের জার্সি নিয়ে চলে গেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২৪ ১৫:৩২
Share:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের প্লে-অফে উঠতেই সমর্থকেরা ভালবাসায় ভরিয়ে দিয়েছে। মাঠেই আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল সমর্থকদের। রাস্তায় সমর্থকদের ঢল নেমেছিল। বিরাট কোহলিদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। তবে এক সমর্থক সমাবর্তন অনুষ্ঠানে দলের জার্সি নিয়ে চলে গেলেন।

Advertisement

আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে বেঙ্গালুরুর জার্সি নিয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন ওই সমর্থক। নিজে সমাবর্তনের নির্দিষ্ট পোশাক পরলেও সঙ্গে রেখেছিলেন বিরাটদের জার্সি। সেই জার্সিই তিনি তুলে ধরলেন ওই অনুষ্ঠানের মূল মঞ্চে। বেঙ্গালুরু প্লে-অফে পৌঁছে যাওয়ায় নিজের আনন্দ চেপে রাখতে পারেননি ওই সমর্থক।

সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই দেখেছেন। তবে এমন ঘটনা নতুন নয়। এর আগেও এক আরসিবি সমর্থক সমাবর্তন অনুষ্ঠানে দলের পতাকা উড়িয়েছিলেন। এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি আরসিবি। তাতে যদিও সমর্থকদের আবেগে কোনও ঘাটছি দেখা যায়নি। প্রতি বারই আইপিএলে দ্বিগুণ উচ্ছ্বাসে দলকে সমর্থন করে তারা।

Advertisement

প্লে-অফে বেঙ্গালুরুর ম্যাচ বুধবার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর খেলবেন বিরাটেরা। সেই ম্যাচ হবে আমদাবাদে। লিগ তালিকায় চার নম্বরে শেষ করেছিল বেঙ্গালুরু। তৃতীয় স্থানে ছিল রাজস্থান। এই দু’টি দলের মধ্যে যারা জিতবে, তারা পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। হারলেই আইপিএল থেকে বিদায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement