T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছল অস্ট্রেলিয়া, বাদ বড় নাম, দলে এলেন আইপিএল মাতানো ওপেনার

এর আগে ১৫ জনের দল বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। এ বার দু’জন ক্রিকেটারকে রিজ়ার্ভ দলে রাখল তারা। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ় এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক। সেই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ১৩:১৭
Share:

অস্ট্রেলিয়ার নতুন জার্সি পরে অধিনায়ক মিচেল মার্শ। —ফাইল চিত্র।

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নিল অস্ট্রেলিয়া। সেই দলে রিজ়ার্ভে রাখা হল জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের ফাইনালে ঝড় তুলেছিলেন তিনি। সেই ক্রিকেটারকে রিজ়ার্ভ দলে নিল অস্ট্রেলিয়া।

Advertisement

এর আগে ১৫ জনের দল বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। এ বার দু’জন ক্রিকেটারকে রিজ়ার্ভ দলে রাখল তারা। ম্যাকগার্ক ছাড়াও নেওয়া হয়েছে ম্যাট শর্টকে। ১৫ জনের মূল দলে কোনও বদল হয়নি। ফলে স্টিভ স্মিথের মতো ক্রিকেটারকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। বাদ জেসন বেহরেনডর্ফ এবং তানভির সঙ্গাও।

আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ় এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক। সেই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সেই দলে রয়েছেন অ্যাশটন আগার। যিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের বিশ্বকাপে। দলে রয়েছেন মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার।

Advertisement

অস্ট্রেলিয়া দল ভাগে ভাগে ওয়েস্ট ইন্ডিজ় পৌঁছবে। আইপিএল শেষ হওয়ার পর কয়েক জন ক্রিকেটার দলে যোগ দেবেন।

অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জ়‌াম্পা।

রিজ়ার্ভ: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাট শর্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement