Glenn Maxwell

IPL 2022: আইপিএলের আগে ভারতীয় বংশোদ্ভূত বান্ধবীকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল

২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে দু’জনের প্রথম সাক্ষাৎ। অল্প দিনের মধ্যেই তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২০ সালে ম্যাক্সওয়েল বিনির সঙ্গে নিজের বাগদানের খবর জানান। বিনির জন্ম তামিল পরিবারে। বর্তমানে মেলবোর্নের বাসিন্দা বিনি পেশায় ফার্মাসিস্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৯:২৫
Share:

বান্ধবীকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল ছবি: ইনস্টাগ্রাম

আইপিএলের আগে নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন তিনি। পরিবারের লোকদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন জীবনে পা রাখলেন ম্যাক্সওয়েল।

Advertisement

বিয়ের খবর নেটমাধ্যমে দেন নবদম্পতি। বিয়ের আংটি পরা ছবি দেন তাঁরা। সেখানে বিনি লেখেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’

২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে দু’জনের প্রথম সাক্ষাৎ। অল্প দিনের মধ্যেই তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২০ সালে ম্যাক্সওয়েল বিনির সঙ্গে নিজের বাগদানের খবর জানান। বিনির জন্ম তামিল পরিবারে। বর্তমানে মেলবোর্নের বাসিন্দা বিনি পেশায় ফার্মাসিস্ট।

Advertisement

কয়েক দিন পরেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে। গত বছর খুব ভাল খেলেছিলেন তিনি। সেই ফর্ম এ বারেও ধরে রাখতে চান। ২৭ মার্চ মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবি। এ বার দলের নেতত্বে বদল হয়েছে। বিরাট কোহলীর জায়গায় এ বার অধিনায়কত্ব করবেন ফ্যাফ ডুপ্লেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement