IPL 2024

জিতলেই ফাইনালে, মঙ্গলে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে কী কী বদল?

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআরের প্রথম একাদশে কারা খেলতে পারেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ০৮:৩৯
Share:

কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।

গ্রুপ পর্বে শীর্ষে শেষ করার পরে এ বার সামনে প্রথম কোয়ালিফায়ার। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। জয়ী দল সাধারণত কেউ বদলাতে চায় না। কিন্তু কেকেআরকে বাধ্য হয়ে প্রথম একাদশে পরিবর্তন করতে হবে।

Advertisement

কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ:

১) সুনীল নারাইন— ১২টি ইনিংসে ৪৬১ রান করেছেন। কেকেআরের হয়ে সব থেকে বেশি রান তাঁরই। সল্ট না থাকায় প্লে-অফে নারাইনের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে দলকে ভাল শুরু দিতে চাইবেন তিনি। ১৫টি উইকেট নিয়েছেন নারাইন। তাই বল হাতেও বড় ভরসা তিনি।

Advertisement

২) রহমানুল্লা গুরবাজ়— সল্ট না থাকায় চলতি মরসুমে প্রথম বার নাইট জার্সিতে খেলবেন তিনি। গত বার প্রায় প্রতিটি ম্যাচে ওপেন করেছিলেন। এ বারও সুযোগ কাজে লাগাতে চাইবেন আফগানিস্তানের ব্যাটার।

৩) নীতীশ রানা— চোটের কারণে চলতি মরসুমে মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি। কেকেআর কোচ জানিয়েছিলেন, প্লে-অফে নীতীশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাঁকেও দেখা যাবে দলে।

৪) বেঙ্কটেশ আয়ার— ভাল-মন্দ মিশিয়ে এ বারের মরসুম কেটেছে বেঙ্কটেশের। ১১টি ইনিংসে ২৬৭ রান করেছেন। মিডল অর্ডারে বড় ভূমিকা নিতে পারেন বেঙ্কটেশ।

৫) শ্রেয়স আয়ার— দলের অধিনায়ক। ১২টি ইনিংসে ২৮৭ রান করেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে মাঝের ওভারে দলের রানকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।

৬) রিঙ্কু সিংহ— বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন। এখনও সেই দলে বদলের সম্ভাবনা রয়েছে। তাই প্রথম কোয়ালিফায়ারে নজর কাড়তে চাইছেন তিনি। আমদাবাদের এই মাঠেই গত বার পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন রিঙ্কু। মঙ্গলবার উপরে নামতে দেখা যেতে পারে তাঁকে।

৭) আন্দ্রে রাসেল— দলের বড় ভরসা। ৯টি ইনিংসে ২২২ রান করেছেন। শেষ দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলতে পারেন। বল হাতে নিয়েছেন ১৫টি উইকেট। জুটি ভাঙার জন্য তাঁর প্রতি ভরসা করেন শ্রেয়স।

৮) রমনদীপ সিংহ— যেটুকু সুযোগ পেয়েছেন ভাল খেলেছেন। শেষ দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বড় ভরসা রমনদীপ।

৯) মিচেল স্টার্ক— গত কয়েকটি ম্যাচে কিছুটা হলেও ফর্ম ফিরে পেয়েছেন। ১২টি উইকেট নিয়েছেন তিনি। প্লে-অফে তাঁকে দরকার কেকেআরের। আরও এক বার সুযোগ পাবেন তিনি।

১০) হর্ষিত রানা— চলতি আইপিএলে তরুণ বোলারদের মধ্যে নজর কেড়েছেন হর্ষিত। নিয়েছেন ১৬টি উইকেট। পাওয়ার প্লে-র পাশাপাশি ডেথ ওভারেও বল করতে পারেন। মঙ্গলবার খেলবেন তিনি।

১১) বরুণ চক্রবর্তী— কেকেআরের হয়ে সবচেয়ে বেশি ১৮টি উইকেট নিয়েছেন বরুণ। মাঝের ওভারে উইকেট তুলছেন। বেগনি টুপির লড়াইয়ে রয়েছেন। মঙ্গলবার তাঁকেও প্রথম একাদশে দেখা যাবে।

১২) বৈভব অরোরা (ইমপ্যাক্ট প্লেয়ার)— চলতি মরসুমে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে বেশ কয়েকটি ম্যাচে ভাল বল করেছেন। ৯টি উইকেট নিয়েছেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধেও তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে কেকেআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement