IPL 2023

ঘরের মাঠে হেরেছিলেন ধোনিরা, এ বার বদলা নিতে পারবেন সঞ্জুদের ঘরে ঢুকে?

প্রতিযোগিতার অন্যতম সেরা দু’দল মুখোমুখি হবে বৃহস্পতিবার। ভাল শুরু করেও পর পর দু’ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে রাজস্থান। অন্য দিকে, টানা তিন ম্যাচ জিতে চনমনে চেন্নাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ০৮:১৯
Share:

আইপিএলে বৃহস্পতিবার মুখোমুখি হবেন সঞ্জু এবং ধোনিরা। ছবি: আইপিএল।

এ বারের আইপিএলের অন্যতম সেরা দু’দল দ্বিতীয় বার মুখোমুখি বৃহস্পতিবার। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ রয়েছে। প্রথম ম্যাচে ঘরের মাঠে রাজস্থানের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। বৃহস্পতিবার মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে প্রতিপক্ষের ঘরে ঢুকে বদলা নেওয়ার সুযোগ।

Advertisement

এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ধোনিরা জিতেছেন পাঁচটি ম্যাচ। সম সংখ্যক ম্যাচে সঞ্জু স্যামসনরা জয় পেয়েছেন চারটি ম্যাচে। শেষ দু’টি ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে রাজস্থান। যদিও বৃহস্পতিবার ঘরের ম্যাঠে খেলার সুবিধা পাবে তারা। দু’দলই এ বারের আইপিএলে ছন্দে রয়েছে। প্রথম একাদশে কিছু রদবদল করতে পারে রাজস্থান। আরও একটা উত্তেজক লড়াই আশা করতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

গত বারের রানার্সদের দলে রয়েছেন দেবদত্ত পাড়িক্কাল, জস বাটলার, শিমরন হেটমায়ার, জো রুট, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চহাল, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটার। রাজস্থানের বড় চিন্তা গত বারের সর্বোচ্চ রান সংগ্রহকারী বাটলারের ছন্দে না থাকা। কোনও ম্যাচেই সুনাম অনুযায়ী খেলতে পারছেন না ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট অধিনায়ক।

Advertisement

অন্য দিকে, পর পর ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ধোনির চেন্নাইও। ধোনির নেতৃত্বও তাদের সব থেকে বড় শক্তি। অবিশ্বাস্য ছন্দে রয়েছেন অজিঙ্ক রাহানে। রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়েরাও রান পাচ্ছেন ধারাবাহিক ভাবে। রবীন্দ্র জাডেজা, মইন আলি, দীপক চাহার, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানার মতো ক্রিকেটাররাও দলকে নির্ভরতা দিচ্ছেন। প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না বেন স্টোকসের মতো ক্রিকেটার। এ থেকেই অনুমান করা যায় চার বারের চ্যাম্পিয়নদের দলগত শক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement