পাঁচ ম্যাচে হারের পরে লিগ তালিকায় সবার শেষে মুম্বই। এখনও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার আশা থাকলেও সেই পথ খুব কঠিন। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মুম্বই। সেই ম্যাচ জিততেই হবে। হারলে এ বারের মতো আইপিএল অভিযান প্রায় শেষ হয়ে যাবে রোহিতদের।
রোহিতদের কি প্লে-অফের আশা রয়েছে ছবি: আইপিএল
পর পর পাঁচ ম্যাচ হেরে চাপে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে ওঠার আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে রোহিত শর্মাদের। যদিও খাতায় কলমে এখনও প্রথম চারে শেষ করার আশা রয়েছে তাদের। কিন্তু বাস্তব কী বলছে? এর আগে কি এই পরিস্থিতি থেকে প্লে-অফে কোনও দল উঠেছে? উত্তর, হ্যাঁ। অন্য কোনও দল নয় এর আগে মুম্বই ইন্ডিয়ান্সই এই কাজ করে দেখিয়েছে।
২০১৪ সালে প্রথম পাঁচ ম্যাচে টানা হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তার পরে শেষ দিকে পর পর ম্যাচ জেতেন রোহিতরা। তার ফলে প্লে-অফে ওঠে মুম্বই। কিন্তু প্লে-অফে হারা়য় ফাইনাল খেলা হয়নি। শেষ পর্যন্ত ট্রফি তোলে কলকাতা নাইট রাইডার্স। সে বার মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিতই। অর্থাৎ এই পরিস্থিতি থেকে এর আগেও দলকে টেনে তুলেছেন তিনি।
তবে মুম্বই ছাড়া বাকি কোনও দল এই কাজ করে দেখাতে পারেনি। ২০১২ সালে ডেকান চার্জার্স প্রথম পাঁচ ম্যাচ হারে। শেষ পর্যন্ত অষ্টম স্থানে শেষ করে তারা। ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালসও প্রথম পাঁচ ম্যাচে হারে। তারা শেষ করে নবম স্থানে। ২০১৯ সালে প্রথম পাঁচ ম্যাচ হেরে অষ্টম স্থানে মরসুম শেষ হয় বিরাট কোহলীদের।
পাঁচ ম্যাচে হারের পরে লিগ তালিকায় সবার শেষে মুম্বই। এখনও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার আশা থাকলেও সেই পথ খুব কঠিন। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মুম্বই। সেই ম্যাচ জিততেই হবে। হারলে এ বারের মতো আইপিএল অভিযান প্রায় শেষ হয়ে যাবে রোহিতদের।