(বাঁ দিকে) যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার অন্যতম পছন্দের ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। প্রয়োজন মতো পরামর্শও দেন। আইপিএলে অনুশীলনের সময়ও রাজস্থান রয়্যালসের যশস্বীকে পরামর্শ দিতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিতকে। সোমবার দু’দলের ম্যাচের সময়ও তরুণ সতীর্থের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে দেখা গিয়েছে রোহিতকে।
রোহিতের মতো যশস্বীও ঘরোয়া ক্রিকেট খেলেন মুম্বইয়ের হয়ে। একসঙ্গে খেলেন আন্তর্জাতিক ক্রিকেট। আইপিএলের দু’জনে আলাদা আলাদা দলে থাকলেও তাঁদের ব্যক্তিগত সম্পর্ক অটুট। সিনিয়র হিসাবে যশস্বীকে সব সময় আগলে রাখার চেষ্টা করেন। আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেন। সোমবার আইপিএলের যশস্বীর রাজস্থানের মুখোমুখি হয়েছিল রোহিতের মুম্বই। খেলার ফাঁকে তরুণ ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। তাঁদের কথা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে রোহিতকে যশস্বী বলছেন, ‘‘আমার কাছে ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। আর কিছু চাই না।’’ অর্থাৎ নিজের অপরাজিত শতরানের ইনিংসের থেকেও যশস্বীর কাছে বেশি গুরুত্বপূর্ণ রাজস্থানের জয়।
যশস্বী-রোহিতের সুসম্পর্কের আরও নজির দেখা গিয়েছে সোমবার জয়পুরে। রাজস্থানের তরুণ ওপেনার অর্ধশতরান পূর্ণ করার পর হাততালি দিয়ে অভিনন্দন জানাতে দেখা গিয়েছে রোহিতকে। যশস্বীর ইনিংস মুম্বইকে হারিয়ে দিতে পারে আঁচ করেও তরুণ সতীর্থের ব্যাটিংয়ের প্রশংসা করতে দেখা গিয়েছে ভারতীয় দলের অধিনায়ককে।