রোহিত শর্মা (বাঁ দিকে) ও হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
রবিবার হার্দিক পাণ্ড্য ‘ঘরশত্রু বিভীষণ’। দু’বছর পরে নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন তিনি। হয়েছেন দলের অধিনায়ক। ঘটনাচক্রে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই তিনি নামছেন যে দলের বিরুদ্ধে সেই দলের হয়েই গত দু’বছর খেলেছেন হার্দিক। এক বার চ্যাম্পিয়ন করেছেন। এক বার রানার্স। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স।
গত বারের আইপিএল ও এ বারের আইপিএলের মাঝের সময়ে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। গত বার মুম্বইয়ের ব্যর্থতার পরেই আঙুল উঠতে শুরু করেছিল রোহিত শর্মার উপর। মুম্বই ম্যানেজমেন্টও বদল চেয়েছিল। সেই কারণেই এ বারের আইপিএলের নিলামের আগে হার্দিককে দলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল তারা। হার্দিককে ১৫ কোটি টাকা দিয়ে কেনে মুম্বই। তার জন্য ক্যামেরন গ্রিনের মতো বিদেশিকে ছেড়ে দেয় তারা। হার্দিককে নেওয়ার পরেই বোঝা গিয়েছিল, তাঁর উপর নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। সেটাই হয়। নিলামের ঠিক আগে মুম্বই জানিয়ে দেয়, রোহিতের বদলে হার্দিক দলের নতুন অধিনায়ক। সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকেই এই সিদ্ধান্ত মানতে পারেননি। কিন্তু মুম্বই নিজেদের পরিকল্পনা থেকে সরে আসেনি।
হার্দিক দল ছেড়ে চলে যাওয়ায় অধিনায়কের সমস্যায় পড়ে গুজরাত। তারা বাইরে থেকে কোনও ক্রিকেটার কিনতে যায়নি। বদলে দলের তরুণ ওপেনার শুভমন গিলের উপর ভরসা করে ম্যানেজমেন্ট। শুভমনকে অধিনায়ক করে ভবিষ্যতের বার্তা দেয় তারা। তাঁর সামনে প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জ। পাশাপাশি হার্দিককে হারিয়ে জবাব দেওয়ার সুযোগও রয়েছে শুভমনের সামনে।
তবে লড়াই সহজ হবে না গুজরাতের। ঘরের মাঠে খেলা হলেও সামনে রয়েছেন এমন এক অধিনায়ক যিনি গত দু’বছর এই দলকে হাতের তালুর মতো চিনতেন। দলের বেশির ভাগ ক্রিকেটারের শক্তি, দুর্বলতা জানেন। তাই হার্দিকের পক্ষে সহজ হবে পরিকল্পনা তৈরি করা। সেই পরিকল্পনা কাজে লাগাতে পারলে চাপে পড়বে আমদাবাদ। সেই কারণে হার্দিক রবিবার গুজরাতের সামনে ‘ঘরশত্রু বিভীষণ’। কারণ, তাঁদের হারানোর সব চাবিকাঠি রয়েছে হার্দিকের পকেটে।
অধিনায়ক বদলে গেলেও দু’দলের বাকি দল মোটামুটি একই রয়েছে। রোহিত, হার্দিক ছাড়াও মুম্বই দলে যেমন ঈশান কিশন, তিলক বর্মা, টিম ডেভিড, যশপ্রীত বুমরার মতো পুরনোরা রয়েছেন, তেমনই গুজরাতে শুভমনের পাশাপাশি রয়েছেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওতিয়া, রশিদ খান, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েডরা। তাই লড়াই হবে সেয়ানে সেয়ানে। এখন দেখার বিভীষণের কাজ হার্দিক করতে পারেন, না কি গুজরাত ঘরের মাঠে দাপট দেখায়।
রবিবার মুম্বই-গুজরাত ছাড়াও আরও একটি ম্যাচ রয়েছে। রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস। সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থানের জার্সিতে নামবেন জস বাটলার, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহালেরা। অন্য দিকে লোকেশ রাহুলের নেতৃত্বে লখনউয়ের হয়ে খেলতে নামবেন কুইন্টন ডি’কক, দেবদত্ত পড়িক্কল, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, ক্রুণাল পাণ্ড্য, রবি বিষ্ণোই, কাইল মায়ের্সরা। রাজস্থানের ধরের মাঠে হবে সেই ম্যাচ।
রবিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে রাজস্থান-লখনউ ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে মুম্বই-গুজরাত ম্যাচ। টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। তা ছাড়া জিয়ো সিনেমা অ্যাপেও দেখা যাবে খেলা।