হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
কম রান করেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় কলকাতা নাইট রাইডার্সের। সেই ধাক্কায় আইপিএলের প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল হার্দিক পাণ্ড্যদের। তার পরেও মুম্বই অধিনায়ক লড়াই ছাড়তে নারাজ।
১২ বছর ধরে ওয়াংখেড়েতে জয় নেই কলকাতার। সেই মাঠেই জিতলেন শ্রেয়স আয়ারেরা। ২৪ রানে ম্যাচ জিতল কেকেআর। হারের পর মুম্বই অধিনায়ক বলেন, “দ্বিতীয় ইনিংসে পিচটা আরও ভাল হয়ে যায়। শিশির পড়ে। সেটার একটা প্রভাব ছিল। এই ম্যাচ নিয়ে পর্যালোচনা করব, তখন বুঝতে পারব কোথায় ভুল হয়েছে। আরও উন্নতি করতে হবে আমাদের। লড়াই চালিয়ে যেতে হবে। আমি নিজেকে এটাই বলি সব সময়। লড়াই ছেড়ে যাওয়া উচিত নয়।”
কলকাতা প্রথমে ব্যাট করে ১৬৯ রান করে। মুম্বই সেই রান তাড়া করতে নেমে ৭১ রানে ৬ উইকেট হারায়। কলকাতার বোলারদের দাপটে মুম্বইয়ের মিডল অর্ডার ভেঙে পড়েছিল। হার্দিক প্রশংসা করলেন দলের বোলারদের। কলকাতা ব্যাট করার সময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়েছিল। মুম্বই অধিনায়ক বলেন, “ব্যাট হাতে আমরা জুটি তৈরি করতে পারিনি। ধারাবাহিক ভাবে উইকেট হারাই। অনেক প্রশ্ন উঠছে। উত্তর দিতে সময় লাগবে। এখন তেমন কিছু বলার নেই। তবে বোলারেরা দুর্দান্ত খেলেছে। খুব ভাল বল করেছে ওরা।”
লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। মুম্বই রয়েছে নবম স্থানে। ১১টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে তারা। পেয়েছে ৬ পয়েন্ট। শেষ তিনটি ম্যাচ জিতলেও হার্দিকদের প্লে-অফে যাওয়া প্রায় অসম্ভব।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।