IPL 2023

১৪২৭ দিন পরে চেন্নাইয়ে নামলেন ধোনি! কী বললেন মাহি, শোনাই গেল না

এ বার আবার ঘরের মাঠে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে নামার আগে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি কী বললেন, তা শোনাই গেল না। কেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৯:২৫
Share:

তিন বছর পরে আবার ঘরের মাঠে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

এ বার আবার আইপিএল ফিরেছে সব ফ্র্যাঞ্চাইজিদের ঘরের মাঠে। সোমবার চেন্নাইয়ের মাঠে খেলতে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। ১৪২৭ দিন পরে চিপকে দেখা যাবে চেন্নাই সুপার কিংসকে। এত দিন পরে ঘরের মাঠে খেলতে নামার অভিজ্ঞতা জানালেন ধোনি। কিন্তু সেটা শোনাই গেল না।

Advertisement

লখনউয়ের বিরুদ্ধে টস করতে নেমেছিলেন ধোনি। টসে জেতেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টসে হারায় প্রথমে ব্যাট করবেন ধোনিরা। সঞ্চালক ইয়ান বিশপ যখন তাঁর সঙ্গে কথা বলছেন, তখন ধোনির কথা শোনাই গেল না। আসলে তখন গোটা চিপক জুড়ে চিৎকার। প্রিয় তারকাকে দেখে উল্লাসে ফেটে পড়েছেন চেন্নাই সমর্থকরা। তাই ধোনির কথা শোনা যাচ্ছিল না। বাধ্য হয়ে একটু জোরে কথা বলতে হয় তাঁকে।

ধোনি জানিয়েছেন, এত বছর ধরে আইপিএল চললেও এই প্রথম দর্শক ভর্তি মাঠে খেলতে নেমেছেন তাঁরা। ধোনি বলেছেন, ‘‘২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছে। কিন্তু চেন্নাইয়ের মাঠে হয়তো আমরা ৫-৬টা মরসুমে খেলেছি। তিন বছর আগে যখন খেলেছিলাম তখন কয়েকটা স্ট্যান্ড ফাঁকা ছিল। এ বারই প্রথম ভর্তি গ্যালারি। নিজেদের সব হোম ম্যাচ যে চিপকে খেলতে পারব সেটা ভেবেই আনন্দ হচ্ছে।’’

Advertisement

লখনউকে হারাতে হলে বড় রান করতে হবে চেন্নাইকে। তবে কত রান তাঁরা করতে চাইছেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ধোনি। চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘‘আমার মাথায় একটা রান আছে। কিন্তু এখন সেটা বলব না। কারণ, পরিস্থিতি অনুযায়ী সেটা বদলে যেতে পারে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব রান করতে।’’

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরেছে চেন্নাই। তাই ঘরের মাঠে জয়ে ফিরতে চাইছে তারা। চেন্নাইয়ে ধোনিরা ৭০ শতাংশ ম্যাচ জিতেছেন। তাই তাঁদের হারানো সহজ হবে না রাহুলদের পক্ষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement