রান আউটের পরে দেখা যায় চেন্নাইয়ের ক্রিকেটাররা এসে ধোনিকে শুভেচ্ছা জানাচ্ছেন। গ্যালারিতে আনন্দে মাততে দেখা যায় সমর্থকদের। অথচ এত কিছুর পরেও ধোনির মুখে কোনও অভিব্যক্তি ছিল না।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে দেখা গেল পুরনো মহেন্দ্র সিংহ ধোনিকে। ছবি: টুইটার
উইকেটের পিছনে একই ধরনের ক্ষিপ্রতা। ব্যাটারদের আউট করার ক্ষেত্রে মগজাস্ত্রের ব্যবহার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দেখা গেল পুরনো মহেন্দ্র সিংহ ধোনিকে। ৪০ বছর বয়সেও ধোনি যে গতিতে ভানুকা রাজাপক্ষকে আউট করলেন তা দেখে উত্তাল হল ব্রেবোর্ন স্টেডিয়ামের গ্যালারি।
ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে। চেন্নাইয়ের ক্রিস জর্ডনের সামনে ব্যাট করছিলেন রাজাপক্ষ। কোমরের উচ্চতায় ওঠা বল সামনের দিকে মেরে সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে থাকা শিখর ধবন রান নিতে চাননি। ফলে অনেকটা দৌড়ে গিয়ে ফিরে আসার চেষ্টা করেন রাজাপক্ষ।
রান আউটের সুযোগ দেখে দৌড়ে গিয়ে বল ধরে উইকেটের দিকে ছোড়েন জর্ডন। অন্য দিকে এই সময়ের মধ্যে উইকেটের কাছে দৌড়ে আসার চেষ্টা করেন ধোনিও। জর্ডনের বল উইকেটে লাগেনি। সেই সময় ধোনিও উইকেটের কাছে পৌঁছতে পারেননি। ফলে দূর থেকেই বল ধরে উইকেটে ছোড়েন ধোনি। রাজাপক্ষ ক্রিজে ঢোকার আগেই বল গিয়ে উইকেটে লাগে।
রান আউটের পরে দেখা যায় চেন্নাইয়ের ক্রিকেটাররা এসে ধোনিকে শুভেচ্ছা জানাচ্ছেন। গ্যালারিতে আনন্দে মাততে দেখা যায় সমর্থকদের। অথচ এত কিছুর পরেও ধোনির মুখে কোনও অভিব্যক্তি ছিল না। কয়েক ওভার পরে ডোয়েন প্রিটোরিয়াসের বল লিয়াম লিভিংস্টোনের ব্যাট ছুঁয়ে ফাইন লেগের দিকে যাওয়ার সময় ক্যাচ ধরার চেষ্টা করেন ধোনি। ধরেও ফেলেছিলেন প্রায়। কিন্তু শেষ মুহূর্তে বল মাটিতে ছুঁয়ে য়ায়। নইলে একই ম্যাচে দু’টি দুরন্ত আউটের সঙ্গে যুক্ত থাকতেন তিনি।