IPL 2022

IPL 2022: শেষ মুহূর্তে ফিল্ডিং পরিবর্তন, কোন চালে কোহলীকে আউট করলেন ধোনি

বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফ্যাফ ডুপ্লেসির উইকেট হারায় আরসিবি। দলকে জেতানোর দায়িত্ব ছিল কোহলীর উপর। কিন্তু কোহলী মাত্র ১ রান করে আউট হয়ে যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৭:৪৩
Share:

কোহলীকে আউট করার পরে ধোনিদের উল্লাস ছবি: আইপিএল

অধিনায়ক না হয়েও বকলমে তিনিই যেন নেতৃত্ব সামলাচ্ছেন। অন্তত ফিল্ডিং পরিবর্তন থেকে শুরু করে বোলারদের সঙ্গে পরিকল্পনা, সবেতেই দেখা যাচ্ছে তাঁকে। আর তাই নিশ্চিন্তে বাউন্ডারিতে ফিল্ডিং করছেন অধিনায়ক রবীন্দ্র জাডেজা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও দেখা গেল সেই ছবি। মহেন্দ্র সিংহ ধোনির পাতা জালে পা দিয়ে আউট হলেন বিরাট কোহলী
বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফ্যাফ ডুপ্লেসির উইকেট হারায় আরসিবি। দলকে জেতানোর দায়িত্ব ছিল কোহলীর উপর। কিন্তু কোহলী মাত্র ১ রান করে আউট হয়ে যান। তাতে অবশ্য বড় কৃতিত্ব ধোনির।

Advertisement

মুকেশ চৌধরী বল করতে যাওয়ার আগে ডিপ স্কোয়্যার লেগ অঞ্চলে কোনও ফিল্ডার ছিল না। কিন্তু শেষ মুহূর্তে হাতের ইশারায় সেখানে শিবম দুবেকে দাঁড় করিয়ে দেন ধোনি। মুকেশের শর্ট পিচ বলে পুল করার লোভ সামলাতে পারেননি কোহলী। কিন্তু বল ঠিক মতো ব্যাটে না লাগায় ছক্কা হয়নি। কিছুটা দৌড়ে এসে বল তালুবন্দি করেন শিবম। আউট হয়ে যান কোহলী।

ধোনির এই ফিল্ডিং পরিবর্তনে হতবাক সমর্থকরা। তাঁদের কথায়, জাতীয় দলে একসঙ্গে খেলার সুবাদে কোহলীর মানসিকতা খুব ভাল ভাবে জানেন ধোনি। সে ভাবেই তিনি ফিল্ডিং পরিবর্তন করেন। সেই জালে পা দিয়ে আউট হয়ে যান কোহলী। তার ফলে ম্যাচ জেতা অনেক সহজ হয় চেন্নাইয়ের।

Advertisement

ভারত ও সিএসকে-র অধিনায়ক থাকার সময় ধোনিকে বহু বার এই ধরনের ফিল্ডিং পরিবর্তন করতে দেখা গিয়েছে। তিনি এমন জায়গায় ফিল্ডার রেখেছেন যেখানে সচরাচর ফিল্ডার থাকে না। এই বদল করে সাফল্য পেয়েছেন তিনি। এ বারেও সফল হলেন মাহি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement