মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
আইপিএলে এখনও পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট থেকে এসেছে ৩৮ রান। তেমন বড় রান পাননি। তাঁর স্ট্রাইক রেট ২১১.১১। শুধু একটি ইনিংসে আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে তাঁকে। তবু ৪২ বছরের ধোনিই ব্যাট হাতে সোমবার হারিয়ে দিতে পারেন কলকাতা নাইট রাইডার্সকে।
ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও অপরাজিত কেকেআরের বিরুদ্ধে জয় ছাড়া ভাবছে না সিএসকে শিবির। জয়ের জন্য রুতুরাজ গায়কোয়াড়ের দল অনেকটাই তাকিয়ে রয়েছে ধোনির দিকে। কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে ধোনিকে দেখা গিয়েছে চেনা মেজাজে। নেটে ব্যাট হাতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন ধোনি। নেটের বাইরে দাঁড়িয়ে ধোনির ব্যাটিং উপভোগ করেছেন সিএসকের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। ধোনির পর পর ছয় মারার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ধোনিকে এখনও বিশ্বের অন্যতম সেরা ফিনিশার মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। চেন্নাই প্রথমে ব্যাট করলে ধোনি শেষ দিকে নেমে দলের রান নিয়ে যেতে পারেন প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে। আবার চেন্নাই পরে ব্যাট করলে ধোনি দলকে পৌঁছে দিতে পারেন জয়ের লক্ষ্যে। নেটে ধোনিকে দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন সোমবার শ্রেয়স আয়ারের দলকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। ব্যাটিং ছাড়াও ধোনির উইকেট রক্ষা এবং ক্রিকেট মস্তিষ্ক সমস্যায় ফেলতে পারে কেকেআরকে।