ফাইল চিত্র।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উঠে এল। সূত্রের খবর, মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, সন্ত্রাসবাদীরা ওয়াংখেড়ে স্টেডিয়াম, ট্রাইডেন্ট হোটেল ও আশপাশের রাস্তা নজর করে গিয়েছে।
মুম্বই পুলিশকে এই বছরের আইপিএল চলাকালীন সন্ত্রাসবাদী হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে। মাঝে আর কয়েক দিন বাকি। খেলা হবে চারটি স্টেডিয়ামে। তার মধ্যে ওয়াংখেড়েতে ২০টি ম্যাচ হওয়ার কথা। ইতিমধ্যেই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ২৬ মার্চ থেকে ২২ মে পর্যন্ত মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স। একটি অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছে পুলিশ। তাতে ফ্র্যাঞ্চাইজিগুলির পাশাপাশি আইপিএলের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বেশি কছু নিয়ম-নিষেধ মেনে চলতে বলা হয়েছে।
জানা গিয়েছে, একটি সাঁজোয়া-গাড়ি আইপিএলের দলের বাসের সামনে সামনে যাবে। টিম হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত গাড়ি পার্ক করে রাখা যাবে না। আপৎকালীন বেরোনোর একটি পথ আলাদা করা থাকছে শুধু খেলোয়াড়দের জন্য। বাসের চালক এবং অন্যান্য কর্মীদের পুঙ্খানুপুঙ্খ তল্লাশি হবে। আইপিএল চলাকালীন কর্মী পরিবর্তন করা হবে না। হোটেলের কর্মীদের পরিচয়ের প্রমাণ ছাড়া ঢুকতে দেওয়া হবে না। কোনও খেলোয়াড় যদি অভ্যাগত আনতে চান, আগে থেকে দলের ম্যানেজারের অনুমতি নিতে হবে।