সানরাইজার্স জিতল ৫ রানে

বাজিমাত করল ভুবির ইয়র্কার

কিংগস ইলেভেন পঞ্জাবের মনন ভোরা না সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার? ব্যাট না বল? কে সোমবারের আইপিএল যুদ্ধে নায়ক হয়ে উঠবেন সেটাই প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল উপ্পল স্টেডিয়ামে। যে যুদ্ধের ওপর দাঁড়িয়েছিল ম্যাচের ভাগ্যও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০৩:১২
Share:

সেরা: ভোরাকে ফিরিয়ে ম্যাচ ঘোরালেন ভুবনেশ্বর। ছবি: বিসিসিআই

কিংগস ইলেভেন পঞ্জাবের মনন ভোরা না সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার? ব্যাট না বল? কে সোমবারের আইপিএল যুদ্ধে নায়ক হয়ে উঠবেন সেটাই প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল উপ্পল স্টেডিয়ামে। যে যুদ্ধের ওপর দাঁড়িয়েছিল ম্যাচের ভাগ্যও।

Advertisement

শেষ পর্যন্ত ভুবি জিতলেন। আইপিএল কেরিয়ারে প্রথম বার পাঁচ উইকেট নিয়ে। তাও চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে। যে পারফরম্যান্সের জোরে মনন ভোরার ৫০ বলে দুরন্ত ৯৫ রানের ইনিংস ম্লান হয়ে গেল।

প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের ৭০ রানের জোরে ১৫৯-৬ তুলেছিল সানরাইজার্স। জবাবে কিংগস ইলেভেন পঞ্জাবের ওপেনার ছাড়া দলের আর কেউ দাঁড়াতে পারেননি। আমলা শূন্য রানে ফেরেন। গ্লেন ম্যাক্সওয়েল আর ওইন মর্গ্যানের রান যথাক্রমে ১০ আর ১৩।

Advertisement

আরও খবর: দিল্লির বিরুদ্ধে জিতে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল কেকেআর

ভুবি, রশিদ খান (২-৪২), সিদ্ধার্থ কউল (১-২৬), মহম্মদ নবিদের (১-২৮) দাপটে কিংগস ইলেভেনের মিডল অর্ডারেও ধস নামে। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ায় কিংগসকে জিততে হলে ১২ বলে ১৬ রান করতে হবে। দলের রান তখন ১৪৪-৭। ভুবি ১৯তম ওভারে বল করতে এসে কেসি কারিয়াপ্পা আর ভোরাকে একই ওভারে আউট করে কিংগসের ম্যাচ জেতার স্বপ্নে জল ঢেলে দেন। ১৯.৪ ওভারে ১৫৪ রানে শেষ হয়ে যায় কিংগস ইলেভেন পঞ্জাবের ইনিংস।

১৫ উইকেট নিয়ে দশম আইপিএলের বেগুনি টুপি মাথায় তুলে ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার বলেন, ‘‘এখনও বুক কাঁপছে আমার। টি-টোয়েন্টিতে অপ্রত্যাশিত জিনিসই প্রত্যাশিত হয়ে ওঠে। সানরাইজার্সের হয়ে সেটাই করে আসছি। জানতাম এই ম্যাচেও ১৯তম ওভারের দায়িত্ব আমাকেই নিতে হবে। ওয়ার্নার আর আমি পরিকল্পনা করেছিলাম ইয়র্কার ফেলব। সেটাই কাজে এল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement