IPL 2023

স্পিনের ফাঁদে আটকে গেল হায়দরাবাদ, জয়ের জন্য লখনউয়ের প্রয়োজন ১২২ রান

ঘরের মাঠে হায়দরাবাদের ঘাড়ে চেপে বসল লখনউ। লোকেশ রাহুলের দলের স্পিনাররাই শুক্রবার দাপট দেখালেন। ক্রুণাল পাণ্ড্য একাই নিলেন তিন উইকেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ২১:০৭
Share:

উইকেট নেওয়ার পর লখনউ দলের উৎসব। ছবি: পিটিআই

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা সানরাইজার্স হায়দরাবাদের। ঘরের মাঠে স্পিনের জাদুতে এডেন মার্করামদের ঘোল খাওয়ালেন ক্রুণাল পাণ্ড্যরা। প্রথমে ব্যাট করে লখনউয়ের সামনে মাত্র ১২২ রানের লক্ষ্য রাখল হায়দরাবাদ।

Advertisement

শুরু থেকেই হায়দরাবাদকে বিপদে ফেলেন ক্রুণাল। তৃতীয় ওভারেই আউট হয়ে যান ময়াঙ্ক আগরওয়াল। মাত্র ৮ রান করেন তিনি। ৩১ রান করে আউট হয়ে যান আনমলপ্রীত সিংহ। এডেন মার্করাম কোনও রানই করেননি। অধিনায়ক হিসাবে প্রথম বার আইপিএল খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান তিনি। ক্রুণালের স্পিন বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মার্করাম।

হ্যারি ব্রুক হঠাৎ এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইনে যেতে পারলেন না। রবি বিষ্ণোইয়ের বলে স্টাম্প হন তিনি। মিডল অর্ডার ভেঙে পড়তেই হায়দরাবাদের রানের গত কমে যায়। শেষ বেলায় রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদরা কিছুটা রান করে মুখ রক্ষা করে দলের। যদিও লড়াইয়ের মতো রান তোলা কঠিন হয়ে যায়।

Advertisement

ব্যাটাররা ব্যর্থ, এ বার বোলারদের পরীক্ষা। লোকেশ রাহুলদের কাছে সুযোগ সহজে ম্যাচ জেতার। কিন্তু তাঁদের খেলতে হবে ভুবনেশ্বর কুমার, উমরান মালিকদের বিরুদ্ধে। তাঁরা রাহুলদের কাজটা কতটা কঠিন করতে পারেন সে দিকেই নজর থাকবে সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement