মাঠেই বিরাট কোহলি ও গৌতম গম্ভীর একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। —ফাইল চিত্র
মাঠের মধ্যে গৌতম গম্ভীর ও নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির বিবাদের ঘটনা এখনও থামেনি। জল অনেক দূর গড়িয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে অভিযোগ করেছেন বিরাট। এ বার পাল্টা আসরে নামলেন নবীন ও গম্ভীর।
সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন নবীন। সেখানে লখনউয়ের মেন্টর গম্ভীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে নবীন লিখেছেন, ‘‘যে ভাবে অন্যের সঙ্গে ব্যবহার করবে সেই ব্যবহার তোমার সঙ্গেও হবে। যে ভাবে অন্যের সঙ্গে কথা বলবে সে ভাবে তোমার সঙ্গেও সবাই কথা বলবে।’’
নবীনের এই পোস্টে মন্তব্য করেছেন গম্ভীর। তিনি লিখেছেন, ‘‘তুমি যেমন তেমনটাই থেকো। কখনও বদলাতে যেও না।’’
লখনউয়ের মেন্টর ও বোলারের কথা থেকে পরিষ্কার, তাঁরা এখনও বিষয়টি ভুলে যাননি। সেই সঙ্গে তাঁরা পুরো ঘটনার দায় বিরাটের উপর চাপাতে চাইছেন। তাঁদের পোস্টের ইঙ্গিত যে বিবাদের শুরুটা তাঁরা করেননি। কিন্তু তাঁরা চুপ করে থাকেননি। যে যেমন করেছেন, তাঁকে সেই জবাব দিয়েছেন।
লখনউ-বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন নবীনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কোহলি। ম্যাচ শেষে তাতে জড়িয়ে পড়েন গম্ভীর। দু’জনের বিবাদ থামাতে হিমশিম খান দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এই ঘটনার জন্য কোহলি ও গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ এবং নবীনের ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
এই ঘটনায় বিসিসিআইকে জড়িয়েছেন কোহলি। বোর্ডকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, বোর্ড তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়াতে তিনি খুশি নন। সেই সঙ্গে বিরাট জানিয়েছেন, তিনি এমন কিছু বলেননি গম্ভীরকে যার জন্য এত বড় শাস্তি দেওয়া হল। এই ঘটনা কত দূর গড়ায় সে দিকেই আপাতত চোখ রয়েছে ক্রিকেট মহলের।